Home শীর্ষ খবর বিএসএফের বাধায়  পদ্মার চরে যেতে পারছে না বাংলাদেশিরা, অভুক্ত মহিষের পাল

বিএসএফের বাধায়  পদ্মার চরে যেতে পারছে না বাংলাদেশিরা, অভুক্ত মহিষের পাল

দখিনের সময় ডেস্ক:
পদ্মার বুকে জেগে ওঠে বিস্তীর্ণ নির্মল চর। চরের এই অংশ ভারতীয় সীমানা থেকে অন্তত এক কিলোমিটার দূরে। তারপরও ওই চরে কাজে যেতে পারছেন না বাংলাদেশিরা। পদ্মায় পানি নেমে তলানিতে ঠেকেছে কয়েক মাস আগেই। খবর সূত্র: দৈনিক আমাদের সময়।
এই চরেরই অন্তত পাঁচ বিঘা জমির খেসারি কিনেছে বেলাল উদ্দিন স্বাধীন। প্রতিবিঘা ক্ষেতের খেসারি কিনেছেন ১০ হাজার টাকা দরে। নিজস্ব জমিজমা নেই। তবে গেল ১০ বছর ধরে মহিষ পালন করেন। এখন তার মহিষ আছে ১৬টি। এতগুলো মহিষকে খড় কিনে খাওয়ানোর মতো সামর্থ্য নেই তার। তাই মহিষের পাল নিয়ে নদী পাড়ি দিয়ে প্রতিদিন সকালে যান পদ্মার চরে। সেখানে কেনা খেসারির ক্ষেতে চরান মহিষগুলো। কিন্তু বিএসএফের বাধার কারণে চার দিন ধরে মহিষের পাল নিয়ে যেতে পারেননি চরে। তাই বাধ্য হয়ে দিনভর নদীর ছিপছিপে পানির মধ্যেই রাখছেন।
বুধবার গোদাগাড়ীর খরচাকা বিওপি সীমান্তে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে। বেলালের মতো অন্তত আরও ৫০ জন কয়েকশ মহিষকে নদীতে রেখেছেন।  এদিকে চকপাড়াসহ আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তাড়া করছে। বিএসএফ বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করে তাদের ওপর অত্যাচার-নির্যাতন করছে বলে গ্রামবাসীর অভিযোগ। তারা বলছেন, বিএসএফ ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশের মধ্যে প্রায়ই ঢুকে পড়ে।
বাংলাদেশের সীমানার মধ্যে গরু-মহিষ চরালেও রাখালদের মারধর করে। গত রবিবার ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের ভেতরে চলে আসে দুই বিএসএফ জওয়ান। সঙ্গে দুজন ভারতীয় নাগরিকও ছিলেন। তারা মেরে এক রাখালের মাথা ফাটিয়ে দেন। গুলি করতে রাইফেলও তাক করেন। প্রাণ বাঁচাতে তখন রাখালরা প্রতিরোধ গড়ে তোলেন। প্রতিরোধের মুখে দুই বিএসএফ সদস্য তাদের রাইফেল ও ১৯ রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়। তবে বিএসএফের হামলায় তিনজন রাখাল আহত হন।
ওইদিন সন্ধ্যায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি ফেরত দেওয়া হয়। নির্মল চরে সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে আসায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়। সেই ঘটনার পর থেকে ভারতীয় সীমানায় বিএসএফের টহল জোরদার করা হয়েছে। বিএসএফ যখন-তখন সীমানা অতিক্রম করে প্রায় ৫০০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে ঢুুকে পড়ে। ওই এলাকা ভারতীয় দাবি করে তারা বাংলাদেশিদের ফসল চাষ ও গরু-মহিষ চরাতে বাধা দেয়। চাপা উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। এমন পরিস্থিতিতে রাখালরা নিজ দেশের ভেতরে থাকা নির্মল চরে গরু-মহিষ নিয়েও যেতে পারছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

Recent Comments