Home বরিশাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে আধুনিক পুলিশ বিনির্মাণ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে আধুনিক পুলিশ বিনির্মাণ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে আধুনিক পুলিশ বিনির্মাণ করা হচ্ছে। সেই আধুনিক পুলিশিং ব্যবস্থা এ থানাগুলোতে থাকবে। থানা ভবন যেমন সুন্দর করা হচ্ছে, ঠিক একই সঙ্গে এর সার্ভিসও যুগোপযোগী করা হবে। আমাদের পুলিশ এখন জনগণের বন্ধু হয়ে কাজ করছে।’
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশের উদ্যোগে মুলাদী থানা মাঠে অনুষ্ঠিত মুলাদী থানা উদ্বোধন ও মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে পুলিশসহ অন্যান্য বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। আমি বিশ্বাস করি, সেখানে নির্বাচন কমিশন যেভাবে চাইবে পুলিশ সেভাবেই জনগণকে সেবা দেবে।’

এ সময় জঙ্গিবাদ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেট ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আমাদের পুলিশ ও গোয়েন্দা সংস্থা শক্তিশালী হওয়ায় জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক, আমাদের আওতায় তারা এসে পড়বেই।’
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, পংকজ নাথ, শাহে আলম ও নাসরিন জাহান রতনা আমিন এবং ডিআইজি এইচ এম আক্তারুজ্জামান ও জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
এর আগে থানার সামনে স্থাপিত ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর মন্ত্রী নবনির্মিত মুলাদী থানা ভবন পরিদর্শন শেষে সুধী সমাবেশে বক্তৃতা করেন।
সাত কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতলা মুলাদী থানা। ভবনের চারতলায় ৮০ জন পুরুষ পুলিশ সদস্য এবং তৃতীয় তলার আটটি কক্ষে থাকবেন নারী সদস্যরা। এ ছাড়া নিচতলা ও দোতলায় থাকছে সেবা গ্রহণকারীদের অভ্যর্থনা কক্ষ, নারী-শিশু ও প্রতিবন্ধী ডেস্ক, পুলিশ কর্মকর্তাদের পৃথক কক্ষ, কনফারেন্স রুম, বেতার কক্ষ, সেবা গ্রহণকারীদের জন্য ওয়েটিং রুম ও অস্ত্রাগার কক্ষ।
এ ছাড়া নারী ও পুরুষ আসামি এবং শিশু নারী ও শিশু পুরুষের জন্য পৃথক চারটি হাজতখানা রয়েছে। ওই চারটি কক্ষে ৮০ জন আসামিকে রাখা যাবে। থানা ভবনে থাকছে প্রাথমিক চিকিৎসা কক্ষ। যেখানে আসামি ও বাদীর প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

Recent Comments