Home প্রযুক্তি অফিসের সময় শেষ হলেই বন্ধ হবে সফটওয়্যার

অফিসের সময় শেষ হলেই বন্ধ হবে সফটওয়্যার

দখিনের সময় ডেস্ক:
অফিসের কর্মীদের কাজ ও জীবন যাপনের ক্ষেত্রে স্বাস্থ্যকর ভারসাম্য নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি মাথায় রেখে ভারতের ইন্দোরের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এক অভিনব কর্মকৌশল গ্রহণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, কর্মীদের যথাসময়ে অফিস ত্যাগ নিশ্চিত করতে একটি সফটওয়্যার তৈরি করেছে সফটগ্রিড কম্পিউটারস নামের প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যারটি কর্মীদের অফিসের নির্ধারিত কর্মঘণ্টা কখন শেষ হচ্ছে এবং কখন অফিস ত্যাগ করতে হবে, তা জানিয়ে দেবে।
সফটগ্রিডের সফটওয়্যারটির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যুক্ত আছে নোটিফিকেশন বা বার্তা দেওয়ার সুবিধা। কোনো কর্মীর কাজের সময় শেষ হলে তার কাছে বার্তা চলে যাবে। এরপর তাকে সতর্ক করে বলা হবে, ১০ মিনিটের মধ্যে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে। দ্রুত কর্মীকে বাড়ি যেতে নির্দেশ দেবে সফটওয়্যারটি।
সফটগ্রিড কম্পিউটারসের প্রধান নির্বাহী অজয় গোলানি বলেন, ‘আমাদের সফটওয়্যারটি চালু করার উদ্দেশ্য হচ্ছে কর্মীদের কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করা। এতে কর্মীরা তাদের পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন।’ সফটগ্রিড কম্পিউটারসের এক কর্মী থানভি খান্দেলওয়াল সম্প্রতি তার কম্পিউটারে অফিসত্যাগের সতর্কবার্তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর দ্রুত সেটি ছড়িয়ে পড়ে। পোস্টটিতে চার লাখের বেশি লাইক পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

Recent Comments