Home অন্যান্য নির্বাচিত খবর খাবার নিরাপদ করতে ৯ প্রস্তাবনা

খাবার নিরাপদ করতে ৯ প্রস্তাবনা

দখিনের সময় ডেক্স:

উৎপাদন থেকে বণ্টন- সব পর্যায়ে খাদ্যকে নিরাপদ করতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগসহ ৯ দফা প্রস্তাবনা জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। বুধবার (১৪ এপ্রিল) অনলাইনে আয়োজিত সংগঠনটির এক আলোচনা সভায় এসব প্রস্তাবনা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা মহামারিকালে এই রমজানে খাদ্য পণ্যে ভেজালকারীদের কঠোর হাতে দমন করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা বিনষ্টকারীদেরকেও কোনো ছাড় দেওয়া যাবে না।

বাংলাদেশে খাদ্যপণ্যে ভেজাল রোধে তিনটি আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ দেখা যায় না বরং অসাধু মুনাফাখোরদের দৌরাত্ম্যে পবিত্র রমজান মাসে ব্যাপকভাবে খাদ্যে ভেজাল মেশানো হয়। এই করোনাকালে এগুলো রোধ করা না গেলে মহামারি আরও দীর্ঘায়িত হবে। করোনা মহামারিকালে ইফতারসহ সব খাদ্যপণ্য ভেজালমুক্ত ও স্বাস্থ্য সুরক্ষার দাবিতেই এই আলোচনা করা হয়। তাদের অন্যান্য প্রস্তাবনা গুলো হলো- করোনা মহামারি সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ইফতার সামগ্রীর বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা; খাদ্যে রাসায়নিক দ্রব্যাদি মেশানোর সঙ্গে জড়িত এবং রাসায়নিক দ্রব্যাদিযুক্ত ও ভেজাল খাদ্য বিক্রিকারীদের বিদ্যমান আইনের মাধ্যমে ও মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান অব্যাহত রাখা; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এবং ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৫ কঠোরভাবে বাস্তবায়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা; ভেজালের সঙ্গে যুক্ত যেই হোক না কেন, এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আইন প্রয়োগে সরকারের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা; বিষ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারকে খাদ্যে বিষ ও ভেজাল মিশ্রণের উৎসমূল থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যায়ে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা; সময়োপযোগী কীটনাশক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা; গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে কৃষক, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের রাসায়নিক দ্রব্যাদি, কীটনাশক, ভেজাল মিশ্রণের ক্ষতিকর দিক এবং আইনে বর্ণিত দণ্ড তুলে ধরে সচেতন করা এবং পণ্য আমদানি পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে বন্দরগুলোতে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি পরীক্ষা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments