Home জাতীয় যেসব কারণে বাতিল হয় পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন

যেসব কারণে বাতিল হয় পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন

দখিনের সময় ডেস্ক:

চাকরি কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। দেশের একজন সুনাগরিক কিংবা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নন তার প্রমাণই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা হয়। তবে, বিভিন্ন ধরনের ত্রুটির জন্য অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। এর মধ্যে অন্যতম প্রধান কারণ- ফৌজদারি মামলা। এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিলের অন্যান্য কারণ ও বাতিল হলে কি করণীয় সে বিষয়ে সম্যক ধারণা থাকা দরকার।

যেসব কারণে বাতিল হয় পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন-

১. আবেদনকারীর বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা থাকলে।
২. অনলাইনে আবেদন করার ক্ষেত্রে Personal Information-এ কোনো ধরনের ভুল থাকলে।
৩. আবেদনের ক্ষেত্রে ঠিকানায় কোন ধরনের ভুল থাকলে।
৪. ডকুমেন্ট অবশ্যই JPG/PNG/GIF/PDF ফরম্যাটে আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ 200KB। ডকুমেন্টস যথাসম্ভব A4 সাইজে রাখতে হবে। ছবির সাইজ হবে 150KB ও 300/300 পিক্সেল। এক্ষেত্রে ব্যত্যয় চলবে না।
৫. পাসপোর্টের তথ্য সম্বলিত প্রথম পাতা ১ম শ্রেণির একজন গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে আপলোড করতে হবে। তা না হলে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হয়ে যাবে।
৬. সত্যায়িত পাসপোর্ট কপি আপলোড করার পাশাপাশি পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ ও ঠিকানা সঠিকভাবে ইনপুট না দিলে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হবে।
৭. দেশের বাইরে অবস্থান করলে সেক্ষেত্রে আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের মাধ্যমে পাসপোর্টের তথ্য পাতার কপি সত্যায়িত করে আপলোড করতে হবে। না হলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য করা আবেদন বাতিল হয়ে যাবে।

উদাহরণস্বরূপ- আপনার পাসপোর্টে ঠিকানা দেয়া ‘ক’ এলাকার কিন্তু বর্তমানে ‘খ’ এলাকায় বসবাস করছেন। সেক্ষেত্রে ‘খ’ এলাকা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে ‘খ’ এলাকার কাউন্সিলর/মেয়র/চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে।

৮. অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে চালান জমা দেওয়া যায়। অনলাইনে চালান জমা দেওয়ার পর চালানের ফর্ম ডাউনলোড করে আবেদনের সময় আপলোড করতে হবে। তা না করলে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হবে।
৯. চালানের বিস্তারিত তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে পুলিশ ক্লিয়ারেন্স বাতিল হয়। যেমন- চালান নম্বর ও চালানের তারিখ ইত্যাদি সঠিকভাবে ইনপুট দিতে হবে। সর্বোচ্চ 300 KB সাইজের মধ্যে চালানের ফর্ম PNG/JPEG/GIF/PDF ফরম্যাটে আপলোড করতে হবে।
১০. আবেদনে যে ঠিকানা উল্লেখ করেছেন সেখানে আপনাকে খুঁজে পাওয়া না গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাতিল হয়ে যাবে।

উল্লেখিত কারণে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হতে পারে। সেজন্য সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে প্রদান করে আবেদন করলে আবেদনটি বাতিল হবে না। তথ্য ইনপুট দেওয়ার আগে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের ওয়েব পেইজটি কয়েকবার পড়ে ভালোভাবে বুঝে নিতে হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হলে করণীয়-

পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন কোনো কারণে বাতিল হলে আবেদন এডিট বা সংশোধন করে পুনরায় সাবমিট করার সুযোগ নেই। নতুন করে করতে হবে আবেদন। তবে পুনরায় আবেদন করার জন্য অবশ্যই পূর্বের ভুলগুলো ভালো করে বুঝে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন

দখিনের সময় ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।  আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।...

হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

Recent Comments