Home খেলাধূলা নিজেদের ফাঁদেই আটকা পড়ল ভারত, অজিদের সহজ জয়

নিজেদের ফাঁদেই আটকা পড়ল ভারত, অজিদের সহজ জয়

দখিনের সময় ডেস্ক:

তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৬ রান। হাতে ছিল দশ উইকেট। অঙ্কের হিসেবে সমীকরণটা সহজ মনে হলেও ইন্দোরের উইকেট বলে একটা শঙ্কা নিশ্চয়ই ছিল অজিদের মনে। তবে সেটা উড়ে গেছে ট্রাভিস হেডের দুর্দান্ত ব্যাটিংয়ে। তার অপরাজিত ৪৯ রানের সুবাদে মাত্র ১৮ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
এই জয়ে দীর্ঘ ছয় বছর পর ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জয় পেল অস্ট্রেলিয়া। এরফলে সিরিজেও ব্যবধান কমিয়েছে তারা। পাশাপাশি সিরিজে টিকে রইলো অজিরা। ৫৫ টেস্ট খেলে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার এটি ১৪তম জয়।
৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। কোনো রান না করেই সাজঘরে ফেরেন উসমান খাজা। এই অভিজ্ঞ ওপেনারকে দিনের দ্বিতীয় বলেই ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন।
এমন শুরুর পর হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতের সমর্থকেরা। কিন্তু দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন মিলে দুর্দান্ত জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে অজিরা। ৪৯ রানে অপরাজিত ছিলেন হেড। আর ল্যাবুশেনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৮ রান।
এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ১৯৭ রান। হাঁফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন উসমান খাওয়াজা।এরপর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় ভারত। যেখানে অজিদের হয়ে নাথান লায়ন একাই ৮ উইকেটে শিকার করেছেন। সবমিলিয়ে ম্যাচে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই স্পিনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments