Home শীর্ষ খবর মায়ের কোল থেকে শিশু ছিনতাই!

মায়ের কোল থেকে শিশু ছিনতাই!

দখিনের সময় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরের একটি শিল্পকারখানার শ্রমিক ফারজানা আক্তার (২৬)। বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার সুরিগাঁও গ্রামে। দুই সন্তানকে নিয়ে  দক্ষিণ ধনুয়া গ্রামের জুলেখার বাড়িতে ভাড়া থাকেন। সন্তানের মধ্যে বড় মেয়ে বর্ষার বয়স সাত বছর এবং ছোট তায়েবার বয়স ১৮ মাস। মা যখন কারখানায় কাজে যান, তখন ছোটবোনের দেখভাল করত শিশু বোনটিই।
বৃহস্পতিবার (২মার্চ) বিকেলে মা ফারজানা আক্তার কারখানা ছুটির পর বাসায় ফেরেন। পরে সন্ধ্যার আগে শিশু তায়েবাকে কোলে নিয়ে স্থানীয় নয়নপুরে বাজার করতে বের হন। এ সময় তিনি অপহরণকারীদের কবলে পড়েন। তার কোল থেকে ছিনিয়ে নেওয়া হয় শিশু তায়েবাকে।
ফারজানা আক্তারের বলেন, তিনি বাজারের কাছাকাছি পৌঁছালে এক যুবক শিশুটিকে মামা বলে ডাক দিয়ে কাছে নেন। পরে শিশুকে কোলে নিয়ে আদর করতে থাকেন ওই যুবক। এ সময় তিনি হঠাৎ করেই অচেতন হয়ে পড়লে শিশুটিকে নিয়ে পালিয়ে যান তিনি। ফারজানা আক্তার আরও বলেন, ওই ময় কৌশলে তাকে অচেতন হওয়ার ওষুধ প্রয়োগ করেন যুবক। এতে তিনি অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।
ফারজানার ভাই মোস্তফা মিয়া বলেন, তার বোনের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। সম্প্রতি তার স্বামীর চাকরি চলে যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে গিয়ে কৃষিকাজ করেন। দুই সন্তানকে নিয়ে তার বোন কারখানায় কাজ করত। মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নেওয়ায় এখন তার বোনের কান্নাকাটি থামছেই না। মায়ের দুধ খেয়ে জীবন চালানো শিশুটি মা ছাড়া কেমন আছে—এমন ভাবনায় পুরো পরিবারেই বিষাদ ভর করেছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  তিনি এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগও দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

এই গরমে স্মার্টফোনের বিস্ফোরণ এড়াতে যা করবেন

দখিনের সময় ডেস্ক: আজকাল প্রায়ই স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর শোনা যায়। বিশেষ করে বর্তমান সময়ে বেশি তাপমাত্রার কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের মতো...

উবারে যাত্রীরা কোন জিনিস ভুলে বেশি রেখে যান

দখিনের সময় ডেস্ক: উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের ৮ম সংস্করণ প্রকাশ করা হয়েছে। উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো গাড়িতে সবচেয়ে বেশি ফেলে রেখে গেছেন এবং দিনের...

ব্যথা দূর করবে এই ৩ মসলা

দখিনের সময় ডেস্ক: দাঁতে ব্যথা, পিঠে ব্যথা বা শরীরে কোনো ধরনের ব্যথা হলে আপনি প্রথমে কী করবেন? এক্ষেত্রে আমরা বেশিরভাগই ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলি, তাই...

Recent Comments