Home বরিশাল সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই: নানক

সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই: নানক

দখিনের সময় ডেস্ক:
বিএম কলেজের সাবেক ভিপি, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। শুক্রবার (১০ মার্চ) বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের রিইউনিয়ন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমার রাজনৈতিক জীবনের বেড়ে ওঠা এই বিএম কলেজের আঙ্গিনায়। আমি ভিপি ছিলাম।  আমি মনে করি এই বিদ্যাপীঠ আমাকে আজকের পর্যায়ে আনার সর্বাধিক কৃতিত্বের দাবীদার। আমার কাছে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেটা অবশ্যই সুষ্ঠু ধারার রাজনীতি ও নির্বাচন হতে হবে।
এসময় সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আলআমিন সরোয়ার, সংসদ সদস্য নাদিরা সুলতানা উপস্থিত ছিলেন। উদ্বোধন পর্ব শেষে রাষ্ট্রবিজ্ঞানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি র‌্যালি কলেজ এলাকা প্রদক্ষিণ করে। এর আগে সকাল ৯টায় বিএম কলেজ ক্যাম্পাসের বড় মাঠটি মুখরিত হয়ে ওঠে হাজারো শিক্ষার্থীদের পদচারণায়। তাদের প্রত্যেকের জন্য একটি ঝোলানো পাটের ব্যাগ, ম্যাগাজিন, ক্রেস্ট, টি-শার্ট, ক্যাপ, ঘড়ি ও ক্যালেন্ডারসহ একটি শো-পিচ, সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার চা বিরতির পর রাতের খাবারসহ ১ হাজার ২০০ লোকের আপ্যায়ন ব্যবস্থা ছিলো বলে জানান সদস্য সচিব আকতার হোসেন চৌধুরী।
আলোচনা পর্ব শেষে হয় দুপুরের খাবার। এরপর পুরাতন ও নতুনের মিলন মেলায় হয় সংগীত ও নাটকের প্রদর্শনী। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য নিয়ে মঞ্চে আসেন রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক এবং নজরুল হক নিলু। বক্তারা প্রথমেই এই আয়োজনের আহবায়ক সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন খান আলোর দ্রুত সুস্থতা কামনা করেন। সংসদ সদস্য সুলতানা নাদিরার সভাপতিত্বে দিনব্যাপী এই আনন্দ আয়োজনে আরো আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই এ্যাসোসিয়েশন এর সদস্য সচিব অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী, সাবেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মাকসুদুর রহমান খান,অ্যালামনাই এসোশিয়েশন ও রিইউনিয়ন এর সমন্বয়কারী সাব্বির আহমেদ ইরান, অধ্যাপক মামুন উর রশীদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারিচালিতঅটোরিকশার চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার...

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

Recent Comments