Home প্রযুক্তি এবার যুবকের জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ

এবার যুবকের জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ

দখিনের সময় ডেস্ক:
যুক্তরাজ্যে ৩৬ বছর বয়সী এক যুবকের জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের ফ্লিটউইকের বাসিন্দা এই যুবকের নাম অ্যাডাম ক্রফট। এক সন্ধ্যায় মাথা ঘোরাচ্ছে দেখে সোফা থেকে উঠে দাঁড়ানোর পরপরই অ্যাডাম ক্রফট চোখে অন্ধকার দেখেন। এরপর দ্রুত পানি পান করে কোনোরকমে মেঝেতে শুয়ে পড়েন তিনি। মধ্যরাতে ঘুম ভেঙে দেখেন হৃৎস্পন্দন দ্রুত ও অনিয়মিত বলে সতর্ক বার্তা দিচ্ছে অ্যাপল ওয়াচ। পরদিন সকালে অ্যাপল ওয়াচ আবারও একাধিকবার সতর্ক বার্তা দেয়। পরে তিনি যুক্তরাজ্যের জরুরি সেবাকেন্দ্রে ফোন করলে রোগের উপসর্গ শুনে দ্রুত হাসপাতালে আসতে বলেন চিকিৎসকেরা।
বেডফোর্ড হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রোগ ধরা পড়ে। এই সমস্যার কারণে রক্ত জমাট বাঁধার পাশাপাশি রক্ত চলাচল ব্যাহত হয়। এতে বুক ধড়ফড়ানি, ব্যথা ও শ্বাসকষ্ট হয়, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ফলে সময়মতো হাসপাতালে না এলে অ্যাডাম ক্রফটের জীবন সংকটাপন্ন হতে পারত।
ক্রফটের দাবি, অ্যাপল ওয়াচ সতর্কতা না দিলে তিনি হয়তো হাসপাতালে যেতেন না। তিনি জানান, আগেও বিভিন্ন সময় বুকে ‘হালকা ধড়ফড়ানি’ অনুভব করেছেন। তবে অ্যাপল ওয়াচ সেগুলো ধরতে পারেনি। কয়েক মাস এ ধরনের কোনো সমস্যা না হওয়ায় বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।
চিকিৎসকেরা ক্রফটকে জরুরি চিকিৎসা শেষে ঘন রক্ত পাতলা করার জন্য ওষুধ দিয়েছেন। ওষুধ খাওয়ার পাশাপাশি এখন তাঁকে নিয়মিত হৃদ্‌রোগের চিকিৎসা করতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
চলতি বছরের শুরুতে অ্যাপল ওয়াচ যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের জীবন বাঁচিয়েছে। ওই কিশোরের শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পাশাপাশি ফুসফুসে পানি জমেছিল, যা তাৎক্ষণিক চিকিৎসা না নিলে প্রাণঘাতী হতে পারত। অ্যাপল ওয়াচ রক্তে অক্সিজেনের মাত্রা নিখুঁতভাবে শনাক্ত করায় সে যাত্রায় প্রাণে বেঁচে যায় কিশোরটি।
সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments