Home প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা ফিশিং ই-মেইল থেকে নিরাপদ থাকার ৫ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা ফিশিং ই-মেইল থেকে নিরাপদ থাকার ৫ উপায়

দখিনের সময় ডেস্ক:
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। এর পর থেকেই বিশ্বাসযোগ্যভাবে ফিশিং ই-মেইল লেখার জন্য চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করায় আগের তুলনায় নিখুঁতভাবে ফিশিং ই-মেইল লিখছেন সাইবার অপরাধীরা। ফলে অনেকেই প্রতারিত হচ্ছেন। তবে চাইলেই ৫টি কৌশল অবলম্বন করে ফিশিং ই-মেইল থেকে নিরাপদ থাকা সম্ভব। কৌশলগুলো দেখে নেওয়া যাক—
ই-মেইল প্রেরকের ঠিকানা পরীক্ষা: কোনো সন্দেহজনক ই-মেইল খোলার আগেই প্রেরকের ঠিকানা পরীক্ষা করতে হবে। প্রেরকের ঠিকানা থেকে কোনো ই-মেইল আসার কথা ছিল কি না, তা-ও ভাবতে হবে। কারণ, চ্যাটজিপিটি কাজে লাগিয়ে সুন্দরভাবে ফিশিং ই-মেইল লিখলেও সাধারণত একই ধরনের ঠিকানা ব্যবহার করেন অপরাধীরা।
তথ্য পর্যালোচনা: অপরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে যদি জরুরি ভিত্তিতে তথ্য জমা দিতে বলা হয়, তবে সতর্ক হতে হবে। শুধু তা-ই নয়, তথ্য চাওয়ার কারণ ভালোভাবে পর্যালোচনা করতে হবে। কারণ, ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে গোপন কোনো তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে না।
লিংকে ক্লিক করার আগে: কোনো ই-মেইলে লিংক যুক্ত থাকলে সেখানে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে অন্য কোনো মাধ্যম থেকে ই-মেইল পাঠানো প্রতিষ্ঠানটির কল সেন্টারের নম্বর সংগ্রহ করে ফোন করতে হবে। বিশ্বাসযোগ্য মনে হলেই কেবল লিংকে ক্লিক করতে হবে।
ছবি বা লেখার ভাষা যাচাই: ফিশিং ই-মেইলের লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করার জন্য বিভিন্ন আকর্ষণীয় তথ্য ও ছবি ব্যবহার করা হয়। তবে এসব ছবি ও তথ্য বেশির ভাগ ক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে জোড়া দেওয়া হয়। ফলে কোনো প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে ছবির মান খারাপ হলে বা তথ্যে গরমিল থাকলে সেটি ফিশিং ই-মেইল হতে পারে।
সন্দেহজনক ওয়েবসাইট পরীক্ষা: কোনো অপরিচিত প্রতিষ্ঠানের কাছ থেকে ই-মেইল পাওয়ার পর সরাসরি সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন তথ্য যাচাই করতে হবে। শুধু তা-ই নয়, ওয়েবসাইটে সরাসরি যোগাযোগের জন্য কোনো ফোন নম্বর না থাকলে বা প্রশ্নের উত্তর না দিলে সেটি ফিশিং ই-মেইল হওয়ার আশঙ্কাই বেশি। সূত্র: ডেইলি মেইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments