Home আন্তর্জাতিক পুলিশের হাত থেকে ইমরান খানকে রক্ষা করেছে ক্রিকেট

পুলিশের হাত থেকে ইমরান খানকে রক্ষা করেছে ক্রিকেট

দখিনের সময় ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। শেষপর্যন্ত বুধবার বিকেলে ইমরান খানের বাসভবন এলাকা থেকে পুলিশ পিছু হটে। এরপর পুলিশের পক্ষ থেকে ইমরানকে গ্রেপ্তারের অভিযান দুইদিনের জন্য স্থগিত করা হয়। এই নিয়ে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, তারকা ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরানকে এবার ক্রিকেটরই রক্ষা করেছে। তারকা ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের লাহোরে জামান পার্কের বাসভবন ঘিরে গত সোমবার থেকে প্রায় দুই দিন ধরে তুমুল উত্তেজনা বিরাজ করে। দেশটির আদালতের নির্দেশ মোতাবেক ইমরানকে গ্রেপ্তারে লাহোর পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে সাঁজোয়া যানসহ হাজির হয় ইসলামাবাদ থেকে আসা একদল পুলিশ।
বুধবার সকাল নাগাদ এক সিনিয়র পুলিশ কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, চলমান পাকিস্তান সুপার লীগের (পিএসএল) নকআউট পর্বের ম্যাচ শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার জন্য ইমরান খানের বাসভবনের বাইরে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা আরও বলেছেন, যেহেতু দলগুলোকে ম্যাচের কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে হবে এবং তাদের যাওয়ার রাস্তা ফাঁকা রাখতে হবে তাই জামান পার্ক থেকে রেঞ্জার্স ও পুলিশ সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের লাহোর কালান্দারস এবং মুলতান সুলতানসের ম্যাচ ছিল। স্টেডিয়ামটি ইমরানের বাসভবন থেকে ৯ কিলোমিটার দূরে।
পাকিস্তানে অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। সেইসঙ্গে দেশটির ঘরোয়া পিএসএলে অনেক বিদেশি খেলোয়াড়ও অংশ নেয়। তবে নিরাপত্তার কারণে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হতো পিএসএল। তাই নিরাপত্তার কারণে এবার পিএসএলের ম্যাচ যেন ভেস্তে না যায় তার গুরুত্ব দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আগামী ১৯ মার্চ পিএসএলের ফাইনাল ম্যাচ। তাই আপাতত ইমরানকে গ্রেপ্তার করা না হলেও পরবর্তীতে তিনি গ্রেপ্তার হতে পারেন বলে শঙ্কা।
এদিকে আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল বলেছেন, পিটিআই প্রধান তোশাখানা মামলায় আদালতে আত্মসমার্পণ করলে তিনি ইমরানকে গ্রেপ্তারের জন্য ইসলামাবাদ পুলিশের প্রচেষ্টা বন্ধ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

ঝালকাঠিতে এক বিধবা রহস্য জনক মৃত্যু

ইমাম বিমান, ঝালকাঠি থেকে: ঝালকাঠি সদর উপজেলাধীন দশনাকান্দা গ্রামে খালপাড় থেকে আয়েশা বেগম (৫৫),নামের পঞ্চাশার্ধ বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ নভেম্বর...

ইসকন নেতা আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদ বিক্ষোভ করেছে তার অনুসারীরা। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর...

Recent Comments