Home অন্যান্য ফার্মাসিউটিক্যালসের এজিএম থেকে ২০ চিকিৎসককে আটক

ফার্মাসিউটিক্যালসের এজিএম থেকে ২০ চিকিৎসককে আটক

দখিনের সময় ডেস্ক:

কসমো ফার্মাসিটিক্যালস নামক একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম থেকে ডিবি পুলিশ কর্তৃক ২০ জন চিকিৎসককে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে ডা. হারুন অর রশীদ নামক এক চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাটা সিগনাল এলাকার জিংজিয়াং চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, কসমো ফার্মাসিউটিক্যালসের এজিএমে চিকিৎসকসহ সর্বমোট ৩২ জন উপস্থিত ছিলেন। তবে তাদের থেকে ২০ জন চিকিৎসককে আটক করে ডিবি। আটককৃতদের মধ্যে ১০ জনই বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ এবং সিনিয়র চিকিৎসক। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে, এ বিষয়ে কিছুই জানাতে পারেনি বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

আটককৃত এক চিকিৎসকের স্ত্রী ডা. পারভিন আক্তার এ বিষয়ে বলেন, এজিএমে বসে কী দেশ নিয়ে দেশদ্রোহিতা করছিল? তার ওপর রেস্টুরেন্টের মতো একটা পাবলিক প্লেসে? আমি নিজে একজন আ্যানেসথেসিওলজিস্ট। আমিও ওই ওষুধ কোম্পানির একজন ডিরেক্টর। তিনি বলেন, আমি আজকের মিটিংয়ে থাকতে না পারলেও আমার হাজবেন্ড ছিলেন। তিনিও একজন ডাক্তার। একটা বিষয় আমার জানার ইচ্ছে, পাবলিক প্লেসে একটা রেস্টুরেন্টে কোনো গোপন মিটিং করা কি করে সম্ভব?

উল্লেখ্য, আটকের কারণ বা আটককৃতদের নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments