Home শীর্ষ খবর পৈতৃক বাড়ি থেকে বড় বোনকে বের করে দিলো ছোট বোন

পৈতৃক বাড়ি থেকে বড় বোনকে বের করে দিলো ছোট বোন

দখিনের সময় ডেস্ক:
আদালত আদেশ দিয়েছে পৈতৃক বাড়ি ভাগাভাগি করার। অথচ আদালতের নাজির ও পুলিশের সহায়তায় সেই বাড়ি থেকে বড় বোনকে বের করে দিয়েছেন ছোট বোন। জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের রেখে যাওয়া ধানমন্ডির বাড়ি নিয়ে দুই মেয়ের এ বিবাদ। বড় মেয়ে দিনা ইসলামের অভিযোগ, তাকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছেন ছোট বোন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম ধানমন্ডির সেন্ট্রাল রোডের বাড়িতে বসবাস শুরু করেন স্বাধীনতা যুদ্ধের পর থেকেই। ২০১২ সালে অধ্যাপক নুরুল ইসলাম আর পরের বছর তার স্ত্রী মারা যায়। দুই মেয়ে ও এক ছেলে সবাই উচ্চ শিক্ষিত। বাবা মায়ের মৃত্যুর পর বড় মেয়ে প্রকৌশলী নীনা ইসলাম বাড়ির তৃতীয় তলায় একাই বসবাস করতেন। বড় ছেলে আহমেদ ইফতেখারুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। ছোট মেয়ে চিকিৎসক নীনা ইসলাম পরিবার নিয়ে থাকেন এই রাজধানীতে।
বড় মেয়ের অভিযোগ করেছেন, গেলো বৃহস্পতিবার সকালে পুলিশ, আইনজীবী ও তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের নাজিরের সহযোগিতায় বাড়ির তৃতীয় তলা থেকে তাকে জোর করে বের করে দেয়। এ নিয়ে কখনও তাকে কোনো আইনি নোটিশও দেয়া হয়নি।
এ বিষয়ে বাড়ির দখল নিতে আসা ছোট বোন নীনা ইসলামের বক্তব্য জানতে গেলে আদালতের নাজির তার পক্ষে গণমাধ্যমের উপর চড়াও হন। নীনা ইসলাম এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তার আইনজীবী জানায়, সব কিছু আইন ও আদালতের মাধ্যমে হয়েছে। তবে বাড়ির তৃতীয় তলা আদালত ছোট মেয়ে নীনা ইসলামকে দিয়েছে এমন কোনো কাগজ তিনি দেখাতে পারেননি।
বড় মেয়ে দিনা ইসলামের দাবি, পৈত্রিক বাড়ি ভাগ করতে হলে সব ভাইবোনকে সঙ্গে নিয়েই হওয়া উচিত। তার অভিযোগ শুধু তৃতীয় তলা নয়, ছোট বোন পুরো বাড়ি দখলের পায়তারা করছে। এই তৎপরতার বিরুদ্ধে সুবিচারও চেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

পদ্মা ব্রিজ হওয়ার আগে বরিশাল-ঢাকা করতাম লঞ্চে। সেই পাট চুকে গেছে। নৌ-পথের পাট চুকিয়ে এখন সড়ক পথই ভরসা। সরকারি লোকদের ফ্রিস্টাইল দুর্নীতি এবং মালিকপক্ষের...

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে।...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

দখিনের সময় রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়  বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়...

সময়মতো ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের যেসব আত্মীয়-স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের ব্যাপারে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। তিনি...

Recent Comments