Home খেলাধূলা আইপিএলের শুরু থেকেই সাকিব-লিটনকে পাচ্ছে কলকাতা

আইপিএলের শুরু থেকেই সাকিব-লিটনকে পাচ্ছে কলকাতা

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেটে চলছে বসন্তের সুবাতাস। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টিতেও দল আছে দারুণ ছন্দে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ৩১ মার্চ। একই দিনে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। এবারের আসরে বাংলাদেশ থেকে খেলবেন তিন ক্রিকেটার-সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।
এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শেষে মুস্তাফিজুর রহমান দিল্লির উদ্দেশে পাড়ি জমাতে পারলেও আটকে গিয়েছিল সাকিব-লিটনের যাত্রা। অনাপত্তিপত্রের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করলেও তাদের অপেক্ষায় রেখেছিল বোর্ড। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায় মনে হয়েছিল তাদের সহজে ছাড়া হবে না। কিন্তু আজ মঙ্গলবার (২৮ মার্চ) নতুন করে শোনা গিয়েছে অনাপত্তিপত্রের ব্যাপারে নাকি সিদ্ধান্তের বদল এনেছে বিসিবি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাকিব-লিটন দুজনই নাকি পেয়েছেন অনাপত্তিপত্র। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিসিবি। তবে সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে আইপিএলের শুরু থেকেই সাকিবকে পেতে পারে কলকাতা।
টি-টোয়েন্টি সিরিজের পর ৪ এপ্রিল থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। টেস্ট দলে না থাকায় শুরু থেকেই আইপিএলে খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ। কিন্তু, সাকিব-লিটন দুজন টেস্ট দলের গুরুত্বপূর্ণ মুখ হওয়ায় শুরু থেকে তাদের ছাড়তে চায়নি বোর্ড। এ নিয়ে গেল কিছুদিন ধরে আলোচনা চলছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, দেশের খেলা থাকলে ফ্র্যাঞ্চাইজি লিগের ছাড়পত্র পাবেন না বাংলাদেশের ক্রিকেটাররা।
তবে, শেষ পর্যন্ত নাকি সাকিব-লিটন দুজনকেই ছাড়তে রাজি হয়েছে বিসিবি। তেমনটা হলে, সাকিব-লিটনের আইপিএল যাত্রার পথে আর কোনো বাধা থাকছে না। টুর্নামেন্টের শুরু থেকেই দুই বাংলাদেশি তারকাকে পাবে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আইপিএলে কলকাতার মিশন শুরু হবে আগামী ১ এপ্রিল। নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রাইডার্সরা। সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচেই দলের সঙ্গে থাকবেন দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও লিটন দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments