দখিনের সময় ডেস্ক:
নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠ পর্যায়ে জনসচেতনতায় কাজ করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ মঙ্গলবার(২৮ র্মাচ) বিকাল ৩টার দিকে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি দলের সঙ্গে ছিলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি দলে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের এ অংশ নেওয়ায় বিষয়টিকে তামাশা হিসেবে দেখছেন অনেকে।
বেইলি রোডে মনিটরিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন এই চিত্রনায়ক। ভিডিও’র কমেন্টে সাগর আহমেদ সুমন নামে একজন লিখেছেন, কেউ ফেরদৌস ভাইয়ের বাসায় ফ্রিতে ইফতার পাঠানোর ব্যবস্থা করেন, সে অনেক কষ্ট করতাছে।
সাজ্জাদ কবির নামে আরও একজন লিখেছেন, ফেরদৌস কেন এই কাজ করবে? সিনেমা না পাইলে সে নাচ, গান, কৌতুক এবং ফ্যাশন শো’র বিচারকের দায়িত্ব পালন করবে। খাবারের ‘ফুড এবং নিউট্রিশন’ নিয়ে কি তার কোনো পড়াশোনা আছে? কিংবা সে কি ম্যাজিস্ট্রেট?
মো.লি আরিফ নামে আরেকজন খেছেন, ভাইরাল হতে আইছে… সামনে নির্বাচনে দাঁড়াবে… তাই নমিনেশন কনফার্ম করতে এত কিছু।
খান মোহম্মদ নাসির নামে একজন কমেন্ট করেছেন, দেশের কোন আইনে সাধারণ মানুষ প্রশাসনের দায়িত্ব নিতে পারে, ওকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের বাজার মনিটরিংয়ে কেন যাবেন ফেরদৌস এমন প্রশ্ন তুলে হুমায়ন নামে একজন লিখেছেন, এটা তো তার দায়িত্ব না। এসব অভিযানে তার যাওয়া মানেই আরও যানজট বৃদ্ধি পাওয়া।
সম্পাদনায় : আলম রায়হান