Home খেলাধূলা পড়াশোনায় কেমন ছিলেন, মার্কশিট শেয়ার করে জানালেন কোহলি

পড়াশোনায় কেমন ছিলেন, মার্কশিট শেয়ার করে জানালেন কোহলি

দখিনের সময় ডেস্ক:
বর্তমান সময়ে সেরা ক্রিকেটার ভাবা হয় ভারতের বিরাট কোহলিকে। মাঠে নেমে একের পর এর রেকর্ড করেন। কোহলির খুঁটিনাটি সব বিষয়ে আগ্রহ থাকে ভক্তদের। এবার ভক্তদের তিনি মাধ্যমিকের মার্কশিটের ছবি শেয়ার করেছেন।
ব্যাট হাতে ক্রিকেট বিশ্ব শাসন করলেও লেখাপড়ায় খুব ভালো ছিলেন না ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। শেয়ার করা মার্কশিটে সেই প্রমাণ পাওয়া যায়। নবম শ্রেণি পর্যন্ত দিল্লির বিশাল ভারতী স্কুলে পড়েছিলেন কোহলি। এরপর দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিহারের সেভিয়ার কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন কোহলি। সেই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দেন কোহলি। যেখানে ২০০৪ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে কোহলি পেয়েছিলেন ৪১৯ নম্বর। সবচেয়ে কম পান অঙ্কে, গ্রেড ছিল সি টু। ইংরেজিতে পান ৮৩ নম্বর, গ্রেড ছিল এ ওয়ান। হিন্দিতে নম্বর ছিল ৭৫, গ্রেড বি ওয়ান। অঙ্কে পান সবচেয়ে কম ৫১ নম্বর, গ্রেড সি টু। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পেয়েছিলেন ৫৫ নম্বর, গ্রেড সি ওয়ান। সোশ্যাল সায়েন্সে পান ৮১ নম্বর, গ্রেড এ টু। আর আইটি বিষয়ে পান ৭৪ নম্বর।
মার্কশিটে হিন্দি, ইংরেজি, অঙ্কের মতো সব বিষয় থাকলেও ছিল না ক্রীড়া সম্পর্কিত কোনো বিষয়। যা নিয়ে আক্ষেপ প্রকাশ করে কোহলি লেখেন, মার্কশিটে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না, অনেক সময় জীবন ও চরিত্র গঠনে সেই বিষয়গুলোই মুখ্য হয়ে ওঠে।
ক্রিকেটারা সাধারণত পড়াশোনায় খুব একটা ভালো হন না। খেলাধুলাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে, পড়াশোনায় সেভাবে মনোযোগ দিতে পারেন না তারা। উচ্চমাধ্যমিকের পরই বইপত্র তুলে রেখে পুরো সময় ক্রিকেটে দেন কোহলি। অবশ্য এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন, ক্রিকেটের জন্যও তিনি এতটা পরিশ্রম করেননি যতটা পরীক্ষায় পাস নম্বর জোগাড় করতে গিয়ে হয়েছে। অঙ্ক বিষয়টাকে একেবারে পছন্দ করতেন না। মাধ্যমিকের পরই তিনি এমন কিছু নিয়ে পড়বেন যাতে অঙ্ক না থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments