Home প্রযুক্তি ৫০ হাজার টাকা কমে আইফোন ১৩ কেনার সুযোগ

৫০ হাজার টাকা কমে আইফোন ১৩ কেনার সুযোগ

দখিনের সময় ডেস্ক:
আইফোন ১৩ ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ কেনার কথা ভাবছেন? তাহলে এই বিশেষ অফার কাজে লাগিয়ে অনেকটাই সাশ্রয় করতে পারবেন। ভারতের বাজারে ফ্লিপকার্ট দুটি মডেলে আকর্ষণীয় অফার দিয়েছে। ২০২১ সালে উন্মুক্ত হওয়া অ্যাপলের আইফোন ১৩ মডেলটি সবেচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই আইফোনের ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা হলেও এখন এটি ফ্লিপকার্টে ৬১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে যদি কেউ এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করে ফোনটি কেনেন তাহলে অতিরিক্ত ২,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। শুধু তাই নয়, আইফোন ১৩ মডেল কেনার সময় পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে পাওয়া যাবে ৩০,০০০ টাকা পর্যন্ত ভ্যালু। অর্থাৎ সব ডিসকাউন্ট বা অফার কাজে লাগিয়ে এই আইফোন কেনার জন্য লাগবে মাত্র ২৯,৯৯৯ টাকা!
আইফোন ১৩-তে ফিচার হিসেবে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, এ১৫ বায়োনিক প্রসেসর এবং ৩,২৪০ এমএএইচ ব্যাটারি। এটি ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। এছাড়াও এতে মিলবে ৫জি সাপোর্ট, অ্যাক্সিডেন্ট ডিটেকশন, এসএমএস স্যাটেলাইট কানেকশন, অ্যাকশন ক্যামেরা মোড ইত্যাদি ফিচার।
যারা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তারা ফ্লিপকার্টের অফারে স্যামসাং গ্যালাক্সি এস২৩-এর ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭৯,৯৯৯ টাকার বদলে ৭৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে ফোন কেনার জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ৫% ক্যাশব্যাক। আবার এই ফোনের সাথে সর্বোচ্চ ২৭,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও রয়েছে।
এই স্যামসাং ফোনে আছে ৬.১ ইঞ্চি ফুল-এইচডি ও ডায়নামিক অ্যামোলেড এক্স ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং ৩,৯০০ এমএএইচ ব্যাটারি। এতে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments