Home শীর্ষ খবর অভিনেত্রী হোটেলকক্ষে  রহস্যময় পুরুষ, দরজার পেছনে রহস্যই খুঁজছে পুলিশ 

অভিনেত্রী হোটেলকক্ষে  রহস্যময় পুরুষ, দরজার পেছনে রহস্যই খুঁজছে পুলিশ 

দখিনের সময় ডেস্ক:
সামনে এল নায়িকা আকাঙ্ক্ষার মৃত্যুর কয়েক ঘণ্টা আগের সিসিটিভি ফুটেজ। হোটেলের যে সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে সেখানে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। ওই ফুটেজে দেখা যায়- লিফটে নয়, হোটেলের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন আকাঙ্ক্ষা। এরপর ওই ব্যক্তির হাতে আকাঙ্ক্ষার ব্যাগ দেখা যায়, সেখান থেকে চাবি খুঁজছিলেন অভিনেত্রী।
ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর একটি হোটেলকক্ষ থেকে গত ২৫ মার্চ ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ছবির শুটিংয়ে বারাণসীতে ছিলেন তিনি। তার মৃত্যু ঘিরে শুরু হয় চাঞ্চল্য। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির নাম সন্দীপ সিং। আকাঙ্ক্ষাকে হোটেলকক্ষে শুধু রাখতেই আসেননি সন্দীপ, তিনি সেখানে ১৫-২০ মিনিট সময়ও কাটান। সেই বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল? সেই রহস্যই খুঁজছে পুলিশ।
সন্দীপ সিং-ই জীবিত অবস্থায় শেষবার আকাঙ্ক্ষাকে দেখেন। পরদিন সকালে শুটিংয়ের জন্য তৈরি হতে নায়িকাকে ডাক দিতে যান মেকআপ আর্টিস্ট। অনেক হাঁকডাকের পরও সাড়াশব্দ না মিললে ‘মাস্টার কি’ দিয়ে খোলা হয় হোটেলকক্ষের দরজা, তখনই তার মরদেহ উদ্ধার হয়।
ভোজপুরি গায়ক-অভিনেতা সমর সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আকাঙ্ক্ষার। সমরের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেত্রীর মা। আকাঙ্ক্ষার পরিবারের অভিযোগ সমর তাদের মেয়ের থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন, কিন্তু ফেরত চাইলে মিলছিল হুমকি। এই বিষয় নিয়ে ইতোমধ্যেই পুলিশি জেরার মুখে পড়েছেন সমর সিং।
খুব অল্প বয়সেই ক্যারিয়ারের সাফল্যের মুখ দেখেছিলেন আকাঙ্ক্ষা। সম্প্রতি ‘মিট্টি’ ছবির শুটিং শেষ করেছিলেন আকাঙ্ক্ষা, তার হাতে ছিল বেশ কয়েকটি ছবি। ২৬ বছরেই নিজের পরিচিতি গড়ে তুলতে সফল হয়েছিলেন অভিনেত্রী। ‘বীরোঁ কে বীর’ এবং ‘কসম প্যায়দা করনেওয়ালে কি-২’-র মতো হিট ভোজপুরী ছবিতে অভিনয় করেছেন আকাঙ্ক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments