Home বরিশাল বরিশাল সিটিতে নৌকা পেলেন খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটিতে নৌকা পেলেন খোকন সেরনিয়াবাত

দখিনের সময় ডেস্ক:
বছরখানেক আগে থেকেই আবুল খায়ের আবদুল্লাহ সেরনিয়াবাত ওরফে খোকন সেরনিয়াবাত বরিশালে বসবাস শুরু করেছেন। বরিশাল নগরীর কালু শাহ সড়ক এলাকায় ‘জজ সাহেবের বাড়ি’ হিসেবে পরিচিত একটি আবাসিক ভবনের ফ্লাট ভাড়া নিয়েছেন খোকন সেরনিয়াবাত। তিনি বরাবরই রাজনীতি সম্পৃক্ত মানুষ। অনেকেই তার মধ্যে পিতা আবদুর রব সেরসিনয়াবাতের নম্রতা ও পরিচ্ছন্নতার প্রতিচ্ছবি দেখতে পান।
সূত্র বলছে, বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হবার জন্য খোকন সেরনিয়াবাত বরিশালের বসবাস শুরু করেছিলেন। কিন্তু জেলা পরিষদ নির্বাচনে বঞ্চিত হলেওেএবার মনোনয়ন পেলেন অধিকতর গুরুত্বর্ন মেয়র নির্বাচনে। সঙ্গেসঙ্গে নির্বাচন অধিকতর কঠিনও।
সূত্র মতে বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হবার ব্যাপারে গ্রীন সিগনাল পেয়িই বরিশালে বসবান শুরু করেছিরেণ খোকন সেরনিয়াবাত। গত সিটি কর্পোরেশন নির্বাচনেও তার প্রার্থী হবার বিষয়টি আলোচনায় এসেছিলো। কিন্তু এক্ষেত্রে তাঁকে প্রার্থী না করে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রার্থী করেছেন আওয়ামী লীগের হাই কমান্ড। সূত্র মতে, বরিশালের মেয়র পদ যেকোন বিবেচনায় অধিক জটিল, কঠিন ও রাজনীতি সম্পৃক্ত।
উল্লেখ্য, খোকন সেরনিয়াবাত গণমানুষের নেতা এবং ১৫ আগস্টে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের  মেজো ছেলে এবং দক্ষিণ বঙ্গের রাজনীতির অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস ঘাতকের হত্যা মিশনে গুলীবিদ্ধ হয়েও ভাগ্যক্রমে প্রানে বেঁচেগেছেন খোকন সেরনিয়াবাত। গুলিবিদ্ধ অবস্থায় তিনি বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর মেয়ে কান্তা এবং ছেলে সাদিককে নিয়ে রিক্সায় করে পুরান ঢাকায় এক আত্মীয়ের বাসায় যান। সেখানে ভাইর দুই সন্তানকে রেখে তিনি বোনের শ্বশুড় বাড়ি পক্ষের এক আত্মীয়ের প্রিন্টিং প্রেসে আশ্রয় গ্রহণ করেন। এখানে গোপনে ডাক্তার ডেকে তার শরীর থেকে একটি গুলী বের করা হয়। কিন্তু অপরটি বের করা সম্ভব হয়নি।
এদিকে দেশব্যাপী সেনাবাহিনী সেরনিয়াবাত পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের খুঁজতে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। এ অবস্থায় খোকন সেরনিয়াবাত গোপনে চট্রগ্রাম চলে যান। সেখান থেকে আবার ফেনি আসেন। সেখান থেকে সবুজ নামে এক যুবকের সহায়তায় তিনি কলাগাছ অবলম্বন করে সাঁতার কেটে ফেনী নদী পার হয়ে ফেনীর ছাগলনাইয়া এসে এক বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। পরবর্তীতে আবার তিনি চট্টগ্রামে এসে নিউমার্কেট এর পাশে সুখতারা হোটেলে অবস্থান করেন। পরে তার শিক্ষকের পরামর্শ ও সহযোগিতায় ফেনীর ছাগলনাইয়া ফিরে এসে তিনি ভারত যান। ততদিনে অক্টোবর মাস চলে আসে। গুলী থেকে যাওয়া স্থানে পচন ধরেগেছে। এ অবস্থায় ১২ অথবা ১৩ অক্টেবর তিনি ভারতে প্রবেশ করেন। একদিন পর বিএসএফ তাকে আগরতলা নিয়ে হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শরীর থেকে দ্বিতীয় গুলিটি বের করা হয়। যে অপারেশ করা ছিলো খুবই ঝুকিপূর্ণ। হাসপাতালে ২২-২৩ দিন চিকিৎসাধীন থাকার পর কার্গো বিমানে করে কলকাতা আসেন। কোলকাতায় তিনি আশ্রয় নেন বরিশালের চিত্তরঞ্জন সুতারের বাড়িতে।
ভারতে চার বছর রাজনৈতিক আশ্রয়ে থাবার পর  দেশে ফেরেন খোকন সেরনিয়াবাত। প্রথমে তিনি ঢাকায় আসেন। কিন্তু ছিলেন আতংকে। এক পর্যায়ে বরিশালের কালিবাড়ি রোডের পৈত্রিক বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। কারণ জিয়াউর রহমান বাড়িটি সিজ করে নিয়েছিলেন। ফলে অই বাড়িতে তাদের প্রবেশাধিকার ছিলো না। এ অবস্থায় এবাড়ি-ওবাড়ি করে নিদারুণ কষ্টে সময় পার করতে হয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের মতো খোকন সেরনিয়াবাতকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments