Home আন্তর্জাতিক ইউক্রেনে দ্রুত যুদ্ধ শেষ করতে আগ্রহী রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে দ্রুত যুদ্ধ শেষ করতে আগ্রহী রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
ইউক্রেনে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল সোমবার ব্রাজিলের ব্রাসিলিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সাথে বৈঠক শেষে এ কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে চীন সফরে যান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সেখানে ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সহায়তার সমালোচনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধকে উসকে দেয়ার অভিযোগও তুলেন লুলা। এরপরই গতকাল সোমবার ব্রাজিল সফরে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ সময় তিনি বলেন, ইউক্রেনে যত দ্রুত সম্ভব সংঘাতের অবসান ঘটাতে আগ্রহী রাশিয়া। তা ছাড়া ইউক্রেন ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন পরিস্থিতি চমৎকারভাবে বোঝার জন্য ব্রাজিলকে ধন্যবাদ। চলমান সংকট সমাধানে দেশটির আগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, তা দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে নিষ্পত্তি করা প্রয়োজন।’
এদিকে অবিলম্বে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসানে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। তিনি বলেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক আইনের প্রতি শ্রদ্ধা এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য সব পক্ষকে আহ্বান জানাই। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চাই।’ ইউক্রেন ইস্যুতে লুলা দা সিলভার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের অভিযোগ, ব্রাজিলের প্রেসিডেন্ট রুশ ও চীনা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ছোটবেলার যৌন হেনস্তার শিকার হয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়

দখিনের সময় ডেস্ক: মিটু বিতর্ককে উসকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। নারীর প্রতি যৌন...

একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন

দখিনের সময় ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একবার আত্মহত্যা করেতে চেয়েছিলেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন...

ভারতীয় মশলায় ক্যানসারের উপাদান

দখিনের সময় ডেস্ক: ক্যানসার-সৃষ্টিকারী উপাদানের উচ্চ-মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মসলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। এই নিষেধাজ্ঞার...

বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নয়ন সিকদা, বাউফল প্রতিনিধি শনিবার সকাল ৮টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার সালাত অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মুসুল্লির সঙ্গে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ...

Recent Comments