Home সারাদেশ সড়কে বিকল গাড়ি মেরামতে মেকারের তালিকা প্রস্তুত করেছে পুলিশ

সড়কে বিকল গাড়ি মেরামতে মেকারের তালিকা প্রস্তুত করেছে পুলিশ

দখিনের সময় ডেস্ক:
যানজট এড়াতে সড়কে বিকল গাড়ি মেরামতের জন্য লোকাল গ্যারেজ ও মেকারের তালিকা প্রস্তুত করে পুলিশ কন্ট্রোলসহ বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান ও অতিরিক্তি আইজিপি মো. শাহাবুদ্দিন খান। বুধবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হাইওয়ে পুলিশ প্রধান বলেন, চলতি পথে গাড়ি বিকল হলে মেরামতের জন্য সড়কের কাছে থাকা গ্যারেজ মিস্ত্রীর তালিকা প্রস্তুত করেছি। সড়কে গাড়ি বিকল হতে পারে, আবার সামান্য মেরামত হলেই সেগুলো সচল হতে পারে। বিকল গাড়িগুলোর জন্য যাতে যানজট সৃষ্টি হতে না পারে সেজন্য তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বিকল হওয়া মাত্র আমরা লোকাল গ্যারেজ ও মেকারের সন্ধান দিতে পারব। পরিবহন মালিক-শ্রমিকসহ সবাই মিলে সমন্বয় করার চেষ্টা করেছি। এছাড়া আমাদেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করলে সড়কে যানজটের সৃষ্টি হবে না।
তিনি আরও বলেন, সড়ক-মহাসড়কের যানজট প্রবণ বা চ্যালেঞ্জিং জায়গাগুলো চিহ্নিত করেছি। সেখানে বেশি নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও রেকারগুলো প্রস্তুত রয়েছে। এছাড়া চলতি পথে গাড়ির বিকল হলে মেরামতের জন্য জন্য পথে থাকা গ্যারেজ মিস্ত্রীর তালিকা প্রস্তুত করেছি। যাতে যানজট সৃষ্টি হতে না পারে। আমরা পরিবহন মালিক-শ্রমিকসহ সবাই মিলে সমন্বয় করার চেষ্টা করেছি। এছাড়া আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা ঈদের দিন পর্যন্ত দায়িত্ব পালন করব। তাই প্রত্যাশা করতে পারি এবারের ঈদ যাত্রা বেশি সাচ্ছন্দ্যের ও নিরাপদ হবে।
হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান বলেন, হাইওয়ে পুলিশের স্পেশালাইজড ইউনিট, হাইওয়ে নিরাপত্তার জন্য যানজট নিরসনে সার্বিক দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, আমরা অনেকগুলো মিটিং করেছি। মন্ত্রণালয় পর্যায়ে মিটিং হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার পর্যায়ে হয়েছে, আমাদের নিজস্ব বিভিন্ন জেলায় হয়েছে। সার্বিকভাবে আমরা প্রস্তুত। আজকে এ পর্যন্ত আমি যে সমস্ত জায়গা পরিদর্শন করেছি সেসব জায়গায় রাস্তাঘাট স্মুদ আছে, যান চলাচল স্বাভাবিক আছে এবং জনসাধারণের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। আজ বিকেল থেকে একটু চাপ বাড়তে পারে। আমাদের হ্যাভি ডেপ্লয়মেন্ট রয়েছে। সবার সঙ্গে কো-অর্ডিশন রয়েছে ইনশাআল্লাহ এবারের যাত্রী সাধারণ স্বস্তির সঙ্গে, নিরাপদে তাদের ঈদযাত্রা শেষ করতে পারবেন।
যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু তীব্র তাপদহ, গরম অনেক বেশি, যাত্রী সাধারণকে একটু বাড়তি সতেচতন থাকতে হবে। তাদের প্রয়োজনীয় পানীয় সঙ্গে রাখতে হবে। শাহাবুদ্দিন খান বলেন, আমরা প্রতিবছরই থাকি এবারও সড়কে আছি, আমরা ঈদের দিন পর্যন্ত থাকব। সুতরাং এবারে আমরা প্রত্যাশা করতে পারি যেকোনো বারের তুলনায় ঈদযাত্রা অনেক বেশি সাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে। এ সময় হাইওয়ে পুলিশ কর্মকর্তাসহ ঢাকা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কৃষ্ণ কাজ করছিল: নাহিদ

দখিনের সময় ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশে এ...

চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর...

যেভাবে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে কারাগারে...

মোর্স কোড কী?

দখিনের সময় ডেস্ক: মোর্স কোড হল একটি সাংকেতিক ভাষা যা পয়েন্ট (.) এবং ড্যাশ (-) দ্বারা প্রতিটি অক্ষর, সংখ্যা, এবং কিছু বিশেষ চিহ্ন উপস্থাপন করে।...

Recent Comments