Home সারাদেশ বঙ্গবন্ধু সেতুতে ৪ দিনে ১০ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে ৪ দিনে ১০ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

দখিনের সময় ডেস্ক
উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদুল ফিতর উপলক্ষ্যে গত চার দিনে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এতে গত সোমবার (১৭ এপ্রিল) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, লরি, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ১ লাখ ৩১ হাজার ১৭০টি যানবাহন পারাপার হয়েছে।
পারপার হওয়া এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা। এছাড়া বৃহস্পতিবার (এপ্রিল) রাত ১২টা থেকে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ১৩ হাজার ৭৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার হয়েছে ১ লাখ ৩১ হাজার ১৭০টি। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৭৬ হাজার ৯৯২টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা।
এছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৫৪ হাজার ১৭৮টি যানবাহন সেতু পার হয়েছে। এতে সেতুর পশ্চিম পাড়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৭০০ টাকা। এর মধ্যে ১৭ এপ্রিল সেতুতে গাড়ি পারাপার হয়েছে ২২ হাজার ৪৮৫টি। টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। ১৮ এপ্রিল সেতু পারাপার হয়েছে ৩০ হাজার ২৫১টি পরিবহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। ১৯ এপ্রিল সেতুতে গাড়ি পারাপার হয়েছে ৩৬ হাজার ৬৯টি। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০টাকা। এছাড়া সর্বশেষ ২০ এপ্রিল সেতুতে বেশি সংখ্যক গাড়ি পারাপার হয়েছে। এতে সেতুতে গাড়ি পারাপার হয়েছে ৪২ হাজার ৩৬৫টি। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments