Home বরিশাল বাউফলে সাবেক কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাউফলে সাবেক কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাউফল প্রতিনিধি:
বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডর সাবেক কাউন্সিলর ও বাংলাদশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাংলাদশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার কোষাধ্যক্ষ এবং বাউফল জুয়েলারী এ্যাসাসিয়শনর সদস্য শংকর পালক সন্ত্রাসীরা হত্যার উদ্দশ্য কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ সংগঠন সমূহর পক্ষ থেকে বাউফলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় ওই বিক্ষাভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
গত ২৩ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিক বাউফল বাসস্ট্যান্ড শংকর পালকে হত্যার উদ্দেশ্যে কুপিয় গুরুতর জখম করা হয়। ওই ঘটনায় ২৩ তারিখ রাতই সিএনজি ও অটো চুরির অপরাধে স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক বরখাস্তকৃত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হারুন মল্লিকসহ ৬ জনর বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরও কোনো আসামী গ্রেপ্তার করতে না পারা এবং শংকর পালের পরিবারকে হুমকি দেয়ার প্রতিবাদ মঙ্গলবার বলা ১০ টায় পূজা উদযাপন পরিষদ ও হিদু বদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদর সদস্যসহ কয়ক শত সাধারন মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে বাউফল কালী বাড়ি মন্দিরে জমায়েত হন। বেলা পৌনে ১১ টায় মন্দির থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়ে পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজলা চত্বরে গিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কষ্ণ সাহার সভাপতিত্বে মানববন্ধন করেন।
মানববন্ধনে দ্রুত আসামী এবং চিহ্নিত সন্ত্রাসীদর গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভাকট সঞ্জয় খাসকেল, বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী প্রমূখ। বিক্ষাভ মিছিল ও মানববন্ধন কর্মসূচীতে বাংলাদশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজলা শাখার সভাপতি সনজিত কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লখ্য,গত পৌরসভা নির্বাচনের পর থেকে ১ নম্বর ওয়ার্ডর বর্তমান কাউন্সিলর হারুন মল্লিক ও সাবক কাউন্সিলর শংকর পালের মধ্য ক্ষমতার দ্বন্দ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments