Home শীর্ষ খবর সন্নিকটে করোনার তৃতীয় ঢেউ, হতে পারে আরো বিপজ্জনক !

সন্নিকটে করোনার তৃতীয় ঢেউ, হতে পারে আরো বিপজ্জনক !

বিশেষ প্রতিনিধি:

আরো সতর্ক না হলে করোনার তৃতীয় ঢেউ হবে বেশি বিপজ্জনক হতে পারে। এ কখা বলছেন বিশেষজ্ঞরা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে। করোনার দ্বিতীয় ঢেউ এ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া পর্যালোচনা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। গবেষণা বলছে, করোনার তীব্রতা বেড়েছে, তীব্রতার কারণে সংক্রমণ বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার চলমান সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হল ইদুল আযহা পর্যন্ত কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন থেকে সার্বিক প্রস্তুতি না নিলে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করা কঠিন হবে বলেও মনে করেন তারা। এদিকে, বিধি নিষেধ শিথিল করলেও ঈদুল আযহা পর্যন্ত সব ধরণের সভা সমাবেশ ও গণজমায়েত বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

গত দেড় মাস ধরে যেমন বাড়ছে করোনার সংক্রমণ অন্যদিকে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্ত ২০ থেকে ২১ ভাগ রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। গতবার এ হার ছিল অর্ধেক অর্থাৎ ১০ ভাগ। আর প্রতি ১০০ জনে প্রায় ৭ জনের প্রয়োজন হচ্ছে হাইফ্লো অক্সিজেন কিংবা আইসিইউ সেবা।

গত বছরের চেয়ে এবছর এপ্রিলে প্রতিদিন মৃত্যু ৫০ শতাংশ বেশি। আর যারা মারা গেছেন তাদের ৫২ শতাংশ হাসপাতালে ভর্তির পাঁচদিনের মধ্যেই মারা গেছেন। বেড়েছে নারী রোগীর মৃত্যুর হারও। গত বছর প্রতি ৩২ মিনিটে ১ জন মারা গেলেও এবার প্রতি ১৬ মিনিটে একজন মারা যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments