Home শীর্ষ খবর মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা করেছে বাবা, আদালতে স্বীকারুক্তি

মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা করেছে বাবা, আদালতে স্বীকারুক্তি

দখিনের সময় ডেস্ক:
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মাদকাসক্ত ছেলে মো. আশরাফুল আলমের (৩৩) গলা কেটে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাবা ওমর ফারুক (৬০)। আজ সোমবার( ৮মে) বিকেলে গাজীপুর ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানান।
এর আগে শনিবার(৬ মে) সন্ধ্যায় উপজেলার বানিয়ারচালা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আশরাফুলের গলা কাটা মরদেহ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। এ ঘটনায় রোববার(৭ মে) নিহত আশরাফুলের মা মোছা. দিলুয়ারা আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলর প্রেক্ষিতে ঘটনার ছায়া তদন্ত শুরু করে গাজীপুর পিবিআই। তদন্তের এক পর্যায়ে রোববার রাত ১১টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কান্দুরা এলাকা থেকে ছেলে হত্যার অভিযোগে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কানুহারী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা উত্তরপাড়া গ্রামের মো. হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন। নিহত আশরাফুল তার বড় ছেলে।
তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, নিহত আশরাফুল সাত থেকে আটটি বিয়ে করেছিলেন। চুরিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন আশরাফুল। এছাড়া প্রায়ই মাদক সেবন করে বাড়িতে ফিরতো আশরাফুল। সে প্রায়ই পরিবারের কাছে টাকা দাবি করতো। তার বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতো। তিনি আরও জানান, গত শুক্রবার রাতে আশরাফুল বাজার থেকে একটি ধারালো চাপাতি কিনে বাসায় ফেরেন। পরে শ্বশুর বাড়ি যেতে বাবা ওমর ফারুকের মাসিক বেতন ৯ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা চান আশরাফুল। তার বাবা-মা টাকা দিতে রাজি না হলে চাপাতি দিয়ে তাদের কুপিয়ে হত্যার হুমকি দেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, ওইদিন রাতে আশরাফুল বাড়িতে ফিরলে জায়গার স্বল্পতার কারণে আশরাফুল ও তার বাবা তাদের ভাড়া ঘরে এবং মা পাশের রুমের ভাড়াটিয়া শ্রাবণীর ঘরে থাকেন। রাত সাড়ে ৩টায় বাবা ওমর ফারুক তার স্ত্রী দিলুয়ারাকে ফোন করে দ্রুত ঘরের বাইরে আসতে বলেন। তিনি বাইরে আসলে ওমর ফারুক তাকে নিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে যান। এ সময় স্ত্রী তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে ছেলে আশরাফুলকে ঘুমন্ত অবস্থায় চাপাতি দিয়ে গলা কেটে হত্যার বিষয়ে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

Recent Comments