Home বরিশাল বাউফলে পোল্ট্রি খামারের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

বাউফলে পোল্ট্রি খামারের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি:
বাউফলের কেশাবপুর ইউনিয়নের ৩১নং মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত একটি পোল্ট্রি খামারের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম । ওই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশসহ স্থানীয়রা খামারটি অপসারণের কথা বললেও তা অপসারণ করছেন না খামার মালিক। প্রতিকার পেতে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার কেশাবপুর ইউনিয়নের ৩১নং মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামারটি গড়ে তুলেছেন স্থানীয় আজিজ আকনের ছেলে হালিম আকন । এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি। এদিকে পোল্ট্রি খামারের মালিক প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে রাজি হননি ওই স্কুলের শিক্ষকরা। প্রধান শিক্ষক মিজানুর  রহমানবলেন,‘ পোল্ট্রি খামার সড়ানোর জন্য হালিম আকনের সাথে আমার অনেকবার তর্ক-বিতর্ক, ঝগড়া হয়েছে । তারপরেও তিনি পোল্ট্রি খামারটি অপসারণ করেননি।’
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মনির মাষ্টার জানান, ১০-১২ বছর আগে পোল্ট্রি খামার গড়ে উঠেছে। পোল্ট্রি খামারের মালিক হালিম আকন সম্পর্কে আমার চাচা হয়। আমি নব-নির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। আমি এখন পর্যন্ত কোনো মিটিং করার সুযোগ পাইনি,আমার কাছে মৌখিক অভিযোগ এসেছে। আমি তো প্রশাসনের লোক না,চাইলেই তো আমি পোল্ট্রি খামারটি সড়াতে পারবো না। খামারের মালিক হালিম আকন বলেন, ‘আমাদের জমিতে পল্টিফার্ম গড়ে তুলেছি। তাছাড়া গন্ধ স্কুলে যায় না।’
কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ্ উদ্দিন পিকু বলেন‘,বিষয়টি আমি জানার পর ওই স্কুল পরিদর্শন করি এবং পরিবেশ খারাপ দেখে, ইউএনও কে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।’ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বলেন,‘অভিযোগ পেয়েছি। আমি প্রাণী সম্পদ অফিসারকে জানিয়েছি, ওনি তদন্ত করে আমাকে জানবে এরকম কিছু হচ্ছে কিনা। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

Recent Comments