Home বরিশাল বাউফলে ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন

বাউফলে ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন

বাউফল প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষে উপকুলীয় এলাকা পটুয়াখালীর বাউফলে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক সভায় এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মো. আল আমিন। তিনি বলেন, ঘূর্নিঝড় মোখার আঘাত থেকে জান ও মালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। উপজেলার ১৫ টি ইউনিয়নের সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন প্রস্তুত রাখা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছে। ইউনিয়নে ইউনিয়নে সেচ্ছাসবকদল গঠন করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে গঠন করা হয়েছে ১৫ টি মেডিকেল টিম। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেগুলোতে চিকিৎসাসেবা দিবেন তারা। বিদ্যুত সরবারহ সচল রাখার জন্য পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য খোলা হয়েছে কন্ট্রলরুম। প্রস্তুতিমূলক সভায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. বায়েজিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অবঃ)মো. আমিরুল ইসলাম ,পল্লীবিদ্যুৎ বাউফল জেনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মুজিবুর রহমান চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা, সাংবাদিকবৃন্দ,ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments