Home জাতীয় আ.লীগের জনপ্রিয়তা ঠেকাতেই বিএনপি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়: প্রধানমন্ত্রী

আ.লীগের জনপ্রিয়তা ঠেকাতেই বিএনপি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
কমিউনিটি ক্লিনিকের সেবা নিলে জনগণ নৌকায় ভোট দেবে তাই ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত এই সেবা বন্ধ করে দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভা বৈঠকে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার মূল উদ্দেশ্য ছিলো দেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ মানুষকে উন্নত জীবন দেওয়া। মাত্র ৩ বছর ৭ মাস ক্ষমতায় ছিলেন তিনি। এ সময়ের মধ্যেই তিনি তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। তবে ৭৫ এর পর সেসব কাজ বন্ধ হয়ে যায়।
সরকার প্রধান বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ফের স্বাস্থ্য সেবা খাত নিয়ে কাজ শুরু করে। করা হয় কমিউনিটি ক্লিনিক। কিন্তু ২০০১ এর পর তা বন্ধ করে দেওয়া হয়। ‘দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে সরকার আবারও এ নিয়ে কাজ শুরু করেন। এতে অনেক কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বর্তমানে ক্লিনিকের কাজ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পরে তিনি জাতিসংঘে কমিউনিটি ক্লিনিকের রেজুলেশন গৃহীতের বিষয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গরমে গোসলের পানিতে নিমপাতা মেশাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছে। গরমে সবার প্রাণই হাসফাঁস করছে যেন। কী করলে একটু স্বস্তি মিলবে তার নানা উপায় খুঁজে বেড়াচ্ছেন প্রায় সবাই।...

আপনার ত্বক কি তৈলাক্ত? এড়িয়ে চলুন এই ৭ খাবার

দখিনের সময় ডেস্ক: দূষণ এবং তাপমাত্রার বৃদ্ধির কারণে তা আপনার ত্বককে নিস্তেজ এবং রুক্ষ করে তুলতে পারে। আমাদের ব্যস্ত সময়সূচীর কারণে মাল্টিটাস্ক করা কঠিন হয়ে...

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ

দখিনের সময় ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল...

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

Recent Comments