দখিনের সময় ডেস্ক:
রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে সিয়াম (১৪) নামের সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোর নিহত হয়েছে। গতকাল রোববার(২১ মে) রাত সাড়ে ৮টার দিকে দারুসসালাম থানার লালকুঠির বসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম লালকুঠি বসুপাড়া এলাকার মো. আমিন ও স্বপ্না বেগম দম্পতির একমাত্র সন্তান। সে স্থানীয় লালকুঠি এলাকার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
ওই ঘটনাস্থলের পাশের একটি সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। গতরাতে থানায় গিয়ে সেই ভিডিও দেখে কাঁদতে থাকেন স্বপ্না বেগম। সিয়ামের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও দারুসসালাম থানা সূত্রে জানা যায়, কী কারণে সিয়ামের ওপর হামলা হয়েছে, তা এখনো অজানা। হামলার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মারাত্মক আহত ও রক্তাক্ত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দারুসসালাম থানার পুলিশ ঘটনাস্থলের পাশের একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ভিডিওতে দেখা গেছে, এক যুবক ছুরির মতো দেশীয় একটি অস্ত্র দিয়ে এক কিশোরের ঘাড় শক্ত করে ধরে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় আরও কয়েকজন যুবক তাদের পেছন পেছন যাচ্ছেন।