দখিনের সময় ডেস্ক:
দেশের স্বার্থে প্রয়োজনে রাজনীতি ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বুধবার এক ভিডিওবার্তায় তিনি একথা জানান। এ সময় তিনি শাহবাজ সরকারের সঙ্গে আলোচনায় কমিটি গঠনের কথাও জানান। দুর্নীতি মামলায় ৯ মে গ্রেপ্তার হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর পরই প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। সরকারি ভবন, সেনা দপ্তরেও চালানো হয় হামলা। এ ঘটনায় ব্যাপক ধরপাকড়েরর মখে পড়েন পিটিআই নেতা ও ইমরান সমর্থকরা। সরকারের নির্যাতন-হয়রানির শিকারও হন অনেকে। ইমরান খান বলেন, সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে বলছি, পাকিস্তানের জনগণ এখন আপনাদের দিকেই তাকিয়ে আছে। দেশ এবং দেশের গণতন্ত্রকে বাঁচাতে এখন সর্বোচ্চ আদালতকেই ব্যবস্থা নিতে হবে।
এদিকে থেকেই একে একে পিটিআই ছাড়ছেন জ্যেষ্ঠ নেতারা। তাদের মধ্যে আছেন আসাদ ওমর ও ফাওয়াদ চৌধুরীর মতো ব্যক্তি। ইমরানের অভিযোগ, তাদের রাজনীতি ছাড়তে বাধ্য করছে শাহবাজ সরকার।এ অবস্থায় নড়েচড়ে বসেছেন ইমরান খান। তিনি বলছেন, সরকারের সঙ্গে আলোচনা বসতে চান তিনি। দেশের স্বার্থে ছাড়তে রাজি রাজনীতি। ইমরান খান বলেন, ক্ষমতাসীন দলের সঙ্গে কথা বলতে আমি একটি কমিটি গঠন করছি। শাহবাজ প্রশাসন যদি ওই কমিটিকে বোঝাতে সক্ষম হয় যে, আমি রাজনীতি ছাড়লে দেশের কল্যাণ হবে। তাহলে আমি তা করতে রাজি। এর আগে, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধের কথা ভাবা হচ্ছে বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।