দখিনের সময় ডেস্ক:
প্রতিপক্ষের মাঠ দিনে দিনে নরক হয়ে উঠছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের জন্য। গত রোববার (২১ মে) ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস উল্টো ভিনিসিউসকেই দোষ দিয়েছিলেন। তবে এবার নিজের অবস্থা থেকে সরে এসে ভিনির কাছে ক্ষমা চেয়েছেন লা লিগার সভাপতি।
ম্যাচ শেষে বর্ণবাদ নিয়ে একটি টুইট করেছিলেন ভিনিসিউস। সেই টুইটের পর লা লিগার পক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে ম্যাচের সব ছবি ও ভিডিও নিয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে ঘৃণিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’
তবে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস কথা বলেছেন অন্য পথে। তিনি একটি টুইটে উল্টো ভিনিসিউসের ওপর দোষ চাপিয়ে দিয়েছেন। তেবাস তার টুইটে লেখেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু নিজেরই অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন যে উভয় পক্ষের কর্মদক্ষতা এবং আমরা একত্রে যা করছি, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ জানাশোনা আছে।’
তবে তেবাস তার টুইটের ২৪ ঘণ্টার পরই সুর পাল্টেছেন। তেবাস মনে করেন, বর্ণবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। ইএসপিএন ব্রাজিলকে এক সাক্ষাৎকারে তেবাস ভিনিসিউসের কাছে ক্ষমা চেয়েছেন। তেবাস সেই সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভিনিসিউসকে আক্রমণ করে কিছু বলতে চাইনি। কিন্তু অধিকাংশ মানুষ যদি এভাবে বুঝতে পারে, তাহলে আমাকে ক্ষমা চাইতে হবে। এটা আমার উদ্দেশ্য ছিল না, আমি একটি খারাপ সময়ে নিজেকে খারাপভাবে প্রকাশ করেছি।’ পাশাপাশি তিনি বলেন, ‘কিছু জায়গায় যদি আমাদের ক্ষমতা বাড়ানো হয়, তাহলে কয়েক মাসের মধ্যেই আমরা বর্ণবাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে ব্যবস্থা নিতে পারব।’
এদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে যারা ভিনিসিউসকে ‘বানর’ বলেছে তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে স্প্যানিশ পুলিশ। এরই মধ্যে ভ্যালেন্সিয়াকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করার পাশাপাশি ভ্যালেন্সিয়ার আগামী পাঁচ ম্যাচে সেই গ্যালারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
Post Views:
64