Home বরিশাল বরিশালে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

বরিশালে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

দখিনের সময় ডেস্ক:
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা এবং নগর পুলিশের উদ্যোগে সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপনের শুভ সূচনা করা হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পুলিশের সকল ইউনিটসহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বরিশাল জেলা পুলিশ লাইন্স চত্বরে এসে আলোচনা সভাস্থলে যোগ দেয়। সভার শুরুতেই যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মহুতি দিয়েছেন তাদেরকে গভির শ্রদ্ধাভরে স্মরণ করে এক মিনিট নীরবতা পালনসহ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি এএম আক্তারুজ্জামান বলেন, জাতিসংঘ মিশনে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করে দেশের সুনাম অর্জন করেছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। অপরদিকে জাতিসংঘ আমাদের নানাভাবে সহযোগিতা করে থাকে। এজন্য তাদের ডাকে সাড়া দিয়ে অমরা জীবন বাজি রেখে কাজ করি। দেশের বাইরে শান্তিরক্ষার এই কাজ করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় কমিশনার সাইফুল ইসলাম বলেন, জাতির পিতার নীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব; কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর সেই নীতিতে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ হিসেবে আজ শুধু বাংলাদেশে নয়, শান্তিরক্ষায় পুরো পৃথিবীতে অনন্য অবদান রেখে যাচ্ছে ।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লার সঞ্চালনায় এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ ও বিভাগীয় সকল পুলিশ ইউনিটের সকল শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে দুই সন্তানের জননীকে নির্যাতনের পর তালাক নোটিশ প্রেরণ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে যৌতুকের দাবি ও বিভিন্ন অপবাদ দিয়ে স্ত্রীকে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। স্বামী মো. শাহজাহান...

ডেঙ্গুতে মারাগিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রীর মা, ভুল আছে ফগিং বিষয়ে

দখিনের সময় ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমার মা মারা গেছেন। মঙ্গলবার (৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু মোকাবেলায়...

গরমের পর ডেঙ্গুর উপদ্রব, বিস্তার লাভ করছে গ্রামেও

দখিনের সময় ডেস্ক: অসহ্য গরমের পর দেশে ডেঙ্গুর উপদ্রব শুরু হয়েছে।  চলতি বছরের ৭ মে পর্যন্ত চলতি বছরের  ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭ জনের। এ সময়ে...

সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ৮টি পদে নেবে ১৭০ জন

দখিনের সময় ডেস্ক: সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আটটি শূন্য পদে ১৭০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৭ মে থেকে...

Recent Comments