Home নির্বাচিত খবর বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশনের  নির্বাচন অনুষ্ঠিত

বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশনের  নির্বাচন অনুষ্ঠিত

দখিনের সময় ডেস্ক:
বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন (বিএনএসএ)’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সোমবার (২৯ মে) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এটি  বরিশালের একমাত্র নিবন্ধন ভুক্ত ও বেসরকারি সার্ভেয়ারদের সর্ববৃহৎ সংগঠন। অনিবার্য কারণ বসত সাধারণ সম্পাদক পদটি স্থগিত রাখা হয়েছে।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন এম এ সালাম মিঞা। সহ-সভাপতি পদে দু’জন যথাক্রমে এস.এম. বাবুল আকতার ও মোঃ রুহুল আমীন। সহ-সাধারণ সম্পাদক পদে শফিক আমিন ও মোঃ মজিবুল হক।  সাংগঠনিক সম্পাদক পদে কাজী মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে নাঈমুল হাসান প্রিন্স। কোষাধ্যক্ষ পদে মোঃ কামাল হোসেন খলিফা, সহ-কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল ফয়েজ, দপ্তর সম্পাদক পদে মোঃ আবির হাসান, সহ-দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজিব,  প্রচার সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন মৃধা, সহ-প্রচার সম্পাদক পদে দু’জন যথাক্রমে ইব্রাহিম খলিল ও হাসানুজ্জামান লাবু,  ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোঃ মফিজুর রহমান রনি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম ডালিম, আইন ও বিচার বিষয়ক সম্পাদক পদে এ্যাড. মোঃ রাসেল জোমাদ্দার, সমাজ সেবা সম্পাদক পদে মোঃ কাঞ্চন সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ সিদ্দিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোঃ এনায়েত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আঃ রহিম বাবুল। নির্বাহী সদস্য হিসেবে তিনজন যথাক্রমে মোঃ মালেক সরদার, মোঃ মনিরুজ্জামান হালিম ও মোঃ বাবুল পন্ডিত  নির্বাচিত হন।
নগরীর বগুড়া রোডস্থ কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আক্তারুজ্জামান সবুজ। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল গনি, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মনিরুজ্জামান মোল্লা। পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শাহ আলম সরদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments