Home শীর্ষ খবর অনুসন্ধানী সাংবাদিকতার উপর প্রধান তথ্য কমিশনারের গুরুত্বারোপ

অনুসন্ধানী সাংবাদিকতার উপর প্রধান তথ্য কমিশনারের গুরুত্বারোপ

দখিনের সময় ডেস্ক:
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন,  সুশাসন নিশ্চিত করতে জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।  তিনি বলেন, সবকিছুর সময় জনগণকে মালিক ভাবা হবে, কিন্তু তথ্যের বেলায় তা ভাবা হবে না- সেটা কাম্য নয়। অনুসন্ধানী সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন করা হয়েছে।
‘তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্বর বক্তব্যে এ কথা বলেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। আজ বুধবার(৩১ মে) আগারগাঁও প্রশাসনিক এলাকায় তথ্য কমিশন বাংলাদেশ-এর নিজস্ব ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কমিশনের পরিচালক ড. আবদুল হাকিমের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। মূখ্য আলোচক ছিলেন বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ।  আলোচনায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসির সম্পাদক প্রনব সাহা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো: আসাদুল হক, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ভেনিস রোডরিস্ক, সিনিয়র সাংবাদিক আলম রায়হান প্রমুখ।

সভাপতিত্বর বক্তব্য রাখছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক

প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক  তথ্য চাওয়াকে উৎসাহিত করার উপর গুরুত্তারোপ করে বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বাত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এর মধ্য দিয়ে দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। অনুসন্ধানী সাংবাদিকতারে উপর গুরুত্বারোপ করতে গিয়ে ড. আবদুল মালেক চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের কথা স্মরণ করেন। তিনি বলেন, গণতন্ত্রেণ জন্য তথ্য জানা অপরিহার্য।

কর্মশালায় মূখ্য আলোচক আবুল কালাম আজাদ

কর্মশালায় মূখ্য আলোচক বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ তার পঞ্চাশ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রূপরেখা দিয়েছেন তা কেউ অতিক্রম করতে পারেনি। রাতের ভোটের আভিযোগের প্রসঙ্গ টেনে আবুল কালাম আজাদ বলেন, এই কথা দিনে কেন বলা হলো না? সেই প্রশ্ন কি সাংবাদিকরা তুলেছেন? তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে নৈতিকতা গুরুত্বপূর্ন বিষয়। অপর এক প্রসঙ্গে প্রবীন এই সাংবাদিক বলেন, সাপ চিরকালই সাপ! এর মধ্যে বড় ছোট পার্থক্য করার অবকাশ নেই।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখছেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে বলেন, তাড়াহুড়া করে অনুসন্ধানী সাংবাদিকতা হয় না। এটি গবেষণার মতো করে করার উপর গুরুত্বরোপ করেন  জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা নেই- এ কথা ঢালাওভাবে বলা হচ্ছে। এ প্রসঙ্গে বিবেচনায় রাখা প্রয়োজন, সাংবাদিকতায় স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও জড়িত। ফরিদা ইয়াসমিন বলেন, সরকারের অনেকগুলো ভালো কাজের মধ্যে একটি হচ্ছে তথ্য অধিকার অইন। এটি খুবই গুরুত্ত্বপূর্ণ। এ আইন দ্বারা জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments