Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি উজিরপুরে বখাটের ধর্ষণের শিকার ৫ম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব

উজিরপুরে বখাটের ধর্ষণের শিকার ৫ম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার ॥

বরিশালের উজিরপুরে বখাটের ধর্ষণের শিকার ৫ম শ্রেণির ছাত্রী সন্তান প্রসব করেছে। এ ঘটনা ধামাচাঁপা দিতে প্রভাবশালী এক নারী ১ লক্ষ টাকা চাদাঁ নিয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী ও পরিবার সুত্রে জানা যায়- উপজেলার শোলক ইউনিয়নের বোহরকাঠী আদাবাড়ী গ্রামের গৌরাঙ্গ চন্দ্র বেপারীর বখাটে ছেলে নয়ন বেপারী(২০) একই বাড়ীর মৃত সুখরঞ্জন বেপারীর ৫ম শ্রেণিতে পড়–য়া ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১ বছর পূর্বে প্রেমের ফাঁদে ফেলেছে। এরপর ওই লম্পট প্রেমের সুবাদে ছাত্রীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যায়। কিছুদিন তাদের মধ্যে শালীনতা বজায় থাকে। হঠাৎ একদিন ওই বখাটে স্কুল ছুটি শেষে ছাত্রীকে পুনরায় ঘুরতে যাওয়ার কথা বলে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং অবৈধ ভাবে যৌন সম্পর্ক করার জন্য ধস্তাধস্তি করে কিন্তু তাতে ওই নাবালিকা ছাত্রী রাজী হয়নি। এরপর বখাটে নয়ন ওই ছাত্রীকে ঘায়েল করার জন্য নতুন ফন্দি করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে মুখে নামে মাত্র স্ত্রী সম্বোধন করে কাপড় চোপড়সহ কিছু উপহার দিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এতে ছাত্রী অন্তঃসত্তা হয়ে পড়ে। ২ মাস পূর্বে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এ সুযোগকে কাজে লাগিয়ে একই বাড়ীর দুবাই প্রবাসী উত্তম বেপারীর প্রভাবশালী স্ত্রী রিতা বেপারী(৪০) ও তার ছেলে আকাশ বেপারী(২২) মিলে ধর্ষণের ঘটনা ধামাচাঁপা দিতে লম্পটের পরিবারের কাছ থেকে প্রশাসন ম্যানেজ করার কথা বলে নগদ ১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এর কিছু দিন পরে ওই ছাত্রীর সন্তান ভূমিষ্ট হলে চাদাঁবাজীর ঘটনা প্রকাশ হয়।

এদিকে নবজাতক শিশুকে কোথায় দত্তক দিবে এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। তবে পরিশেষে শিশুটিকে কার কাছে দত্তক দেয়া হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments