Home নির্বাচিত খবর সাইকেলে ঘোরেন কাউন্সিলর সৈয়দ ফারুক

সাইকেলে ঘোরেন কাউন্সিলর সৈয়দ ফারুক

দখিনের সময় ডেস্ক:
টানা দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েও বাইসাইকেলে চড়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের খোঁজ-খবর নেন। এমনকি সাইকেলে চড়েই নির্বাচনী কর্মকান্ডও পরিচালনা করছেন বরিশাল সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান ফারুক। এমন সাধারণ জীবনযাপনের কারণে স্থানীয়ভাবে ‘সাইকেল কাউন্সিলর’হিসেবেই বেশি পরিচিত তিনি।
ভোটাররা বলছেন, হাবিবুর রহমান ফারুক সাধারণ থাকতে চান। এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে চলতে চান। যে কারণে তিনি বাইসাইকেল ত‌্যাগ করেননি। টানা দুইবারের কাউন্সিলর হয়েও ক্ষমতা ও অর্থবিত্তে তেমন আগ্রহ না থাকায় হাবিবুর রহমান ফারুককে আলাদা নজরেই দেখেন ভোটাররা।
পুরানপাড়া এলাকার বাসিন্দা শামীম হোসেন বলেন, এই যুগের একজন কাউন্সিলর হয়ে সাইকেল চালিয়ে ওয়ার্ডবাসীকে সেবা দেওয়ার বিষয়টি নজিরবিহীন। আজকাল কোনো কাউন্সিলর পাওয়া যাবে না যে প্রাইভেটকার বা মোটরসাইকেল ছাড়া চলাচল করেন। সেখানে আমাদের কাউন্সিলর দীর্ঘদিন ধরে একটি ফনিক্স সাইকেল চালিয়ে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা নিঃসন্দেহে একজন সাদা মনের মানুষের পরিচয়। তিনি সারা বাংলাদেশের কাউন্সিলরদের কাছে শিক্ষা। তার মতো মাটির মানুষ হতে পারলে অবশ‌্যই দেশটি সোনার দেশ হয়ে উঠবে।
কাউন্সিলর প্রার্থী সৈয়দ হাবিবুর রহমান ফারুক চলমান সিটি কর্পোরেশন নির্বাচনে রেডিও প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩নং ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বাইসাইকেলে চলাচল করায় ভোটারদের মাঝে ব‌্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। যেকোনো স্থানে ফারুক সম্পকে জানতে চাইলেই ‘সাইকেল কাউন্সিলর’ বলে অভিহিত করেন এলাকাবাসী। শামীম হোসেন নামে এক বাসিন্দা বলেন, কাউন্সিলর যে মোটরসাইকেল বা গাড়ি কিনতে পারেন না বিষয়টি ঠিক তেমন নয়। তবে জনগণের সঙ্গে মিলেমিশে থাকতেই এই কৌশল বেছে নিয়েছেন। তাছাড়া আমাদের ছোট বেলা থেকেই তাকে সাইকেল চালাতে দেখে আসছি।
সিটি কর্পোরেশনের জনগুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটিতে মোট ভোটার রয়েছে ১০ হাজার ৪৫২ জন। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রেডিও প্রতিকে সৈয়দ হাবিবুর রহমান ফারুক, টিফিন ক‌্যারিয়ার প্রতিকে ফিরোজ মল্লিক, লাটিম প্রতিকে মেহেদী হাসান, ঠেলাগাড়ি প্রতিকে মোস্তাফিজুর রহমান অনিক এবং ঘুড়ি প্রতিকে সালমা আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments