Home বরিশাল বরিশালে নৌকার প্রতীকের উঠান বৈঠকে মঞ্চে ওঠা নিয়ে দুই গ্রুপের মারামারি

বরিশালে নৌকার প্রতীকের উঠান বৈঠকে মঞ্চে ওঠা নিয়ে দুই গ্রুপের মারামারি

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সিটি করপোরেশনে নৌকা প্রতীকের উঠান বৈঠকে মঞ্চে ওঠা নিয়ে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ১০নং ওয়ার্ড বান্দ রোড আয়োজিত এক উঠান বৈঠকে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের সামনেই এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করছেন উভয়পক্ষ। আহতদের মধ্যে সুমন, সিদ্দিক, নুরজামাল, সানি ও মনিরের নাম পাওয়া গেছে। এছাড়া দুই নারীসহ আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ১০নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলরপ্রার্থী জয়নাল আবেদিন ও এটিএম শহিদুল্লাহ কবিরের সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটেছে। কাউন্সিলরপ্রার্থী জয়নাল আবেদিন বলেন, উঠান বৈঠকে আমাদের কর্মী-সমর্থকরা যোগ দিলে এটিএম শহিদুল্লাহ কবিরের লোকজন বিনা কারণেই আমার লোকদের ওপর হামলা করেন। তারা ৮/৯ জনকে মারধর করে আহত করেন। তবে কাউন্সিলরপ্রার্থী শহিদুল্লাহ কবির বলেছেন, জয়নাল আবেদিন ও তার সমর্থকরা মঞ্চে উঠাকে কেন্দ্র করে কেডিসির কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে আমি ও আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সুমন নামে আমার এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, শুক্রবার সন্ধ্যার পর ১০নং ওয়ার্ডে নৌকা প্রতীকের উঠান বৈঠকে প্রার্থী উপস্থিত হওয়ার পরপরই দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটে। আমরা খতিয়ে দেখছি, তারা নৌকার ভালোর জন্য কাজ করছে নাকি নৌকাকে পিছিয়ে দেওয়ার জন্য কাজ করছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মারামারি খবর শুনে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাকরি, নেবে ৮৫ জন

দখিনের সময় ডেস্ক: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ৮৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মে থেকে আবেদন...

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল...

ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন কেন বন্ধ করল কাওয়াসাকি

দখিনের সময় ডেস্ক: ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন বন্ধ করে দিয়েছে কাওয়াসাকি। বাজারে নিনজা ৫০০ লঞ্চের মাত্র কয়েক মাসের মধ্যেই আইকনিক নিনজা ৪০০-র যুগের অবসান...

Recent Comments