Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি মুলাদীতে গ্রাম পুলিশের নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

মুলাদীতে গ্রাম পুলিশের নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

স্টাফ রিপোর্টার ॥

মুলাদীতে গ্রাম পুলিশের (চৌকিদার) বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মাইটিভির উপজেলার প্রতিনিধি রাকিবুল ইসলাম। তিনি গত সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের চৌকিদার সোহেল হোসেন ওরফে গণি খানের চুরি ও ধর্ষণ মামলার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন।

এ ঘটনায় সাংবাদিক রাকিবুল ইসলাম বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন। রাকিবুল ইসলাম জানান, নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের নাসির খানের পুত্র সোহেল ওরফে গণি খানের বিরুদ্ধে মুলাদী থানায় একাধিক ধর্ষণ, চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

গত রবিবার চৌকিদার সোহেল হোসেন ওরফে গণি খান বোয়ালিয়া গ্রামের জনৈক মালেক হাওলাদারের বাড়ি থেকে কিছু টাকা ও মোবাইল ফোন চুরি করে। বিষয়টি নিয়ে মালেক হাওলাদার অভিযোগ করলে মাইটিভির প্রতিনিধি রাকিবুল ইসলাম ক্যামেরা নিয়ে সোহেল চৌকিদারের বাড়িতে যান।

এতে চৌকিদার ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে রাকিবুলের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করে। এসময় হামলাকারীরা সাংবাদিকের কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে ওই দিনই মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সে বাদী হয়ে চৌকিদার সোহেল খানসহ ৯জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলার লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাকলায়েনের পক্ষে দাড়ালেন পরীমনি

দখিনের সময় ডেস্ক: গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার...

আমজনতা মাঠের কোতয়ালদের কাছে যায়, কেবিনেট সচিবের কাছে নয়

প্রবচন আছে, পচন শুরু হয় মাছের মাথায়। আবার মাছের মাথা থেকে লেজ যেমন, তেমনই লেজ থেকেও মাথার একটি ইকোয়েশন আছে। ভাইরাস আক্রান্ত জীবন্ত মাছের...

মতিউর, দুই স্ত্রী ও সন্তানদের ব্যাংক-বিও হিসাব স্থগিতের নির্দেশ

দখিনের সময় ডেস্ক: ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া মতিউর রহমান এবং তার দুই স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট (বিও হিসাব) স্থগিত করার নির্দেশ দেওয়া...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে আবেদনের সময় বৃদ্ধি

কাজী হাফিজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আওতাভুক্ত প্রফেশনাল এমবিএ ভর্তির কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা ১১ জুলাই ২০২৪...

Recent Comments