Home নির্বাচিত খবর পরী থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ: রাজ

পরী থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ: রাজ

দখিনের সময় ডেস্ক:
ঢাকাই সিনোমর আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জনের ডালপালা মেলেছে। ২০২১ সালের অক্টোবর মাসে এই জুটির বিয়ের পর একটি ফুটফুটে পুত্রসন্তান আলো করে আসে তাদের সংসারজুড়ে। এরপর বিবাহবার্ষিকীর দুই বছর পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন সময় তাদের বিচ্ছেদের খবর ছড়িয়েছে।
সম্প্রতি আবারও এই দম্পতির সংসারে ভাঙনের চিত্র প্রকাশ হয়েছে। মুলত একটি ভিডিওকাণ্ডের ঘটনায় রাজের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পরীমণি। যেখানে তিনি জানান, রাজ অনেক দিন ধরেই তার বাসায় নেই। শুধু তাই নয়, পরী দাবি করেন- কেউ তাদের সংসার ভাঙারও চেষ্টা করছেন।
পরীর এসব মন্তব্যর প্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। যেখানে তিনি বলেন, ‘পরীর সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কিনা তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম।’ রাজ জানান, পরীর সঙ্গে তার বিচ্ছেদ হবে কিনা-এই বিষয়ে তার চেয়ে ভালো জানেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। সাংবাদিকদের তাদের সঙ্গেই কথা বলতে অনুরোধ করেছেন।
তবে বিচ্ছেদ ঘটবে কি না, সেটা পরীর উপরেই নির্ভর করবে বলেও জানান এই অভিনেতা। এক্ষেত্রে পরীমণি যেটা চাইবেন সেটাই হবে। রাজ বলেন, ‘আমার সিদ্ধান্তের চেয়ে পরীর সিদ্ধান্ত জানাটা বেশি গুরুত্বপূর্ণ। পরীমণি কী চায়, সেটা জানা দরকার। পরী যেটা চাইবে, সেটিই চূড়ান্ত। থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ।’ রাজের কথায় স্পষ্ট, পরীমণির সঙ্গে সামনের দিনে একই ছাদের নিচে থাকবেন কিনা সেটা নির্ভর করবে এই নায়িকার সিদ্ধান্তের উপরেই।
উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে ২০২১ সালের অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দংশন করা সাপে ছবি তুলে রাখার পরামর্শ চিকিৎসকদের

দখিনের সময় ডেস্ক: চিকিৎসকরা মূলত রোগীকে হাসপাতালে ভর্তি করে তার বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে থাকেন। সাপে কামড়ানোর সময় সেটি কী প্রজাতির সাপ বা...

গরমের হাত থেকে বাঁচতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: রাতে তীব্র গরমের হাত থেকে বাচতে ঘর থেকে বের হয়ে বাইরে বসেছিলেন ইমামুল ব্যাপারী (৩৪)। এ সময় তাকে বিষধর সাপে কামড় দেয়।...

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

বৃষ্টিপাতের সম্ভাবনা, আর বাড়বে না তাপমাত্রা

দখিনের সময় ডেস্ক: নতুন করে তিন দিনের হিল অ্যালার্ট জারি হলেও চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী মাসের শুরুতে মোটামুটি...

Recent Comments