Home বরিশাল ছোট ভাইকে আপনাদের হাতে তুলে দিলাম, বিজয়ী করার দায়িত্ব সকলের: হাসানাত আব্দুল্লাহ

ছোট ভাইকে আপনাদের হাতে তুলে দিলাম, বিজয়ী করার দায়িত্ব সকলের: হাসানাত আব্দুল্লাহ

দখিনের সময় ডেস্ক: 
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বড় ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিলেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। শনিবার (৩ জুন) বিকেলে বরিশাল সিটি করপোরেশন এলাকা থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী পৌরসভা চত্বরে আয়োজিত সভায় যোগ দেন তিনি। বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) আবুল হাসানাত আব্দুল্লাহ। সভায় তিনি বিভাগের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, আমার ছোট ভাইকে আপনাদের (নেতাকর্মী) হাতে তুলে দিলাম। ১২ জুন নৌকাকে বিজয়ী করে আনার দায়িত্ব আমাদের সকলের। তিনি সকলের রাগ-অভিমান ভুলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে কাজে নেমে পড়ার আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, কার্যনিবাহী সদস্য আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানি চিনু প্রমুখ।
এর আগে গত ২৬ মে একই স্থানে অনুষ্ঠিত প্রথম বর্ধিত সভায় অবশ্য উপস্থিত ছিলেন না আবুল খায়ের আব্দুল্লাহ। ওইদিন প্রতীক বরাদ্দ পেয়ে প্রথম নির্বাচনী সভা করেছিলেন ২৪ নম্বর ওয়ার্ডে। এ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল আবুল খায়ের আব্দুল্লাহকে।আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভায় বিকেলে যোগ দিয়েছিলেন প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। তিনি সেখানে গিয়ে নিজের বক্তব্য দিয়ে আবার বরিশালে ফিরে ২৭ নং ওয়ার্ডে নির্বাচনী সভায় যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা

দখিনের সময় ডেস্ক: পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের। সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৫...

হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সৈন্য নিহত

দখিনের সময় ডেস্ক: হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল-গাজার মধ্যবর্তী কেরেম...

মুন্সীগঞ্জে ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

দখিনের সময় ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলামসহ ৯ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৫ মে) দুপুরে মুন্সীগঞ্জ জেলা ও...

বরগুনায় বিদেশি মুদ্রার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে বরগুনাসহ বিভিন্ন এলাকায় সৌদি রিয়াল...

Recent Comments