Home আন্তর্জাতিক রেডিও হ্যাক করে পুতিনের ভুয়া ভাষণ প্রচার

রেডিও হ্যাক করে পুতিনের ভুয়া ভাষণ প্রচার

দখিনের সময় ডেস্ক:
রাশিয়ার বেশ কয়েকটি রেডিও স্টেশন হ্যাক করার পর ইউক্রেনের সীমান্তবর্তী তিনটি রুশ অঞ্চলে কিয়েভের সেনাদের আক্রমণের ভুয়া ঘোষণা প্রচার করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের নামে প্রচার করা ভুয়া ঘোষণায় ইউক্রেনের সেনাদের আক্রমণের জবাবে জরুরি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে চালানো এই ভাষণ ভুয়া বলে সোমবার দাবি করেছে ক্রেমলিন।
দক্ষিণ-পশ্চিম বেলগোরোদে একাধিক অনুপ্রবেশের চেষ্টা ও দুই দেশের সৈন্যদের তীব্র গোলাগুলির মাঝে রাশিয়ার রেডিও স্টেশন হ্যাকিংয়ের এই ঘটনা ঘটেছে। এদিকে কিয়েভ বলেছে, তারা দীর্ঘ-প্রত্যাশিত পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের নামে প্রচারিত ওই ভাষণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে বলা হয়, ন্যাটো এবং ওয়াশিংটনের সম্মতি ও সমর্থনে অস্ত্রে সজ্জিত ইউক্রেনীয় সৈন্যরা কুরস্ক, বেলগোরদ এবং ব্রায়ানস্ক অঞ্চলে আক্রমণ করেছে।
একেবারে পুতিনের কণ্ঠস্বর হুবহু নকল করে ঘোষণা দেওয়া হয়েছে। রেডিওতে প্রচারিত ঘোষণায় বলা হয়, ওই তিন অঞ্চলে সামরিক আইন জারি, সৈন্য সমাবেশ এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে বলেছেন, সত্যিই রেডিও স্টেশনগুলো হ্যাক হয়েছিল। তবে ইতোমধ্যে হ্যাকিংয়ের শিকার রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে। বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র বলেছে, বার্তাটি মূলত ‘ডিপ ফেইক’; শান্তিপূর্ণ বেলগোরোদের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে এটি প্রচার করা হয়েছে।
সূত্র: এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments