Home শিক্ষা ক্যাম্পাস সমস্যায় জর্জরিত ববি'র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, দ্রুত সমাধানের আশ্বাস প্রভোস্টের

সমস্যায় জর্জরিত ববি’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, দ্রুত সমাধানের আশ্বাস প্রভোস্টের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি:
নানান সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  হল। পানি স্বল্পতা, ওয়াইফাই, রিডিং রুমে চেয়ার – টেবিল সংকট, ডাইনিংয়ের খাবারের মান, থাকার বেডের সমস্যাসহ নানা সমস্যার মাঝে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছে এই হলের আবাসিক ছাত্রীরা।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, হলের রুমগুলোতে প্রতি বেডে ১ জন করে চার জনের জন্য ৪ টা বেড থাকলেও ৮ জনের এলোটমেন্ট দেয়া হয়। ছেলেদের হলে অতিরিক্ত বেঞ্চ নেয়ার ব্যবস্থা থাকলেও, মেয়েদের হলে অনুমতি নেই। আমাদের থাকতে খুব কষ্ট হয়।তাছাড়া প্রায়ই পানি পাওয়া যায় না।এই গরমে পানি না থাকলে মানুষ কীভাবে থাকে? এভাবেই প্রশ্ন করেন তিনি। ৩য় তলার আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, এখনো ওয়াইফাই পাইনি আমরা,রিডিং রুমে পর্যাপ্ত চেয়ার-টেবিল নেই।তাই পড়ালেখারও ক্ষতি হচ্ছে।
হল ডাইনিংয়ের বিষয়ে অভিযোগ করে এক ছাত্রী বলেন, ডাইনিংয়ের যা খাবারের মান তা কোনো সুস্থ মানুষের খাবার হতে পারে না। পুষ্টিহীন ও স্বাদহীন হলের এসব খাবার খেয়ে প্রায়ই ডায়রিয়া, গেস্ট্রিকসহ নানা সমস্যায় ভুগতেছি আমরা। তাছাড়া প্রায়ই ডাইনিং বন্ধ থাকায় আমাদের বিপাকে পড়তে হয়,কেননা হলে খাবার রান্নার কোনো অনুমতি নেই।
এসব অভিযোগের সত্যতা স্বীকার করে হলের প্রাধ্যক্ষ তাসনুভা হাবিব জিসান বলেন, নতুন হল হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যা আছে।আমরা সেটা কাটিয়ে ওঠার ও সমাধানের চেষ্টা করতেছি। অন্যান্য হলে ২ টা মোটর থাকলেও এই হলে একটা মোটর তাই মাঝে মাঝে পানির সমস্যা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল সেক্টরেই আপাতত মালামাল কেনা বন্ধ আছে। এইবার নতুন বাজটে থেকে চেয়ার-টেবিল ও আর একটা মোটর কেনা হবে।এটা নিয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। আশাকরি আমরা সেটা আগামী জুলাই মাসের মাঝেই পেয়ে যাবো।
তিনি বলেন, ওয়াইফাই এর কাজ চলমান, কিছু দিনের মাঝেই সবাই ওয়াইফাই পাবে। বেডের সমস্যা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেনি,কেউ অভিযোগ করলে আমরা সেটা দেখবো। ডাইনিংয়ের সমস্যা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রায়ই খাবারের মান পরীক্ষা করি,দেখা যায় পরীক্ষা করলে তারা খাবারের মান ভালো করেন।তাই আমরা সবসময় এই বিষয়টি নজরদারিতে রাখি।তাছাড়া নতুন হলে শিক্ষার্থী কম হওয়ায় মাঝে-মধ্যে ডাইনিং বন্ধ থাকলেও অন্য হল থেকে খাবার নিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে ছাত্রলীগের দর্পচূর্ণ, কনস্টেবলের কাছে মুচলেকা দিলেন ছাত্রলীগ নেতা

দখিনের সময় ডেস্ক: ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘এই অঙ্গুল দেখাছিস কাকে। এই তুই আঙ্গুল দেখাছিস কাকে। তুই আঙ্গুল দেখিয়ে কথা বলছিস কোন সাহসে। যোগ্যতা...

ভিসা নীতির আওতা স্পষ্ট করলো মার্কিন দূতাবাস

দখিনের সময় ডেস্ক: মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসা বি‌ধি‌নি‌ষেধ আরো‌প কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক...

বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ রফতানি, কারণ জানে না আড়ৎদার সমিতি

দখিনের সময় ডেস্ক: দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ পাঠানোর কারণ জানাতে পারেনি বরিশাল জেলা মৎস্য্য আড়ৎদার সমিতি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।...

নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ট্রাক, আহত ১৩

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার ছাত্রাবাসে ঢুকে পড়েছে। এতে ট্রাকের হেলপারসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের...

Recent Comments