Home রাজনীতি রাজশাহী বিএনপির ১৬ নেতা আজীবন বহিষ্কার

রাজশাহী বিএনপির ১৬ নেতা আজীবন বহিষ্কার

দখিনের সময় ডেস্ক:
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় ১৬ জন নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজীবনের জন্য বহিষ্কার করা নেতারা হলেন, রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি, ১১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. টুটুল, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান টিটু, রাজশাহী মহানগরের ২২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলিফ আল মাহমুদ লুকেন, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনোয়ারুল আমিন আজব, মতিহার থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু, রাজশাহী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাঃ মুসলিমা বেগম বেলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল, ১নং যুগ্ম সম্পাদক সামসুন নাহার, সহ-সভাপতি শাহনাজ বেগম শিখা ও ৪নং যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তি।
তাদেরকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য তাদের কারণ দর্শানোর চিঠি দেয়া হয়। এদের মধ্যে রাজশাহী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাঃ মুসলিমা বেগম বেলী কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন-তা সন্তোষজনক নয়। বাকিরা কারণ দর্শানো নোটিশের কোন জবাবই দেননি। তাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করায় তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments