Home জাতীয় কমনওয়েলথ দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কমনওয়েলথ দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দখিনের সময় ডেস্ক:
কমনওয়েলথ দেশগুলোকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ জুন) সন্ধ্যায় গণভবনে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান লর্ড হুগো জর্জ উইলিয়াম সোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সেসময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথ দেশগুলোকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা জোরদার করা উচিত। একইসঙ্গে কমনওয়েলথের বাইরের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সৌদি আরব, কাতারসহ তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’। এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম আয়োজন করবে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল।সাক্ষাতকালে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করা হলে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে তাকে দেশে ফেরার অনুমতি দেয়ার জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দেয়াসহ কমনওয়েলথ দেশগুলোর ভূমিকার কথা স্মরণ করেন। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এর পরিচালক (অপারেশন) ড্যানিয়েল সিয়ান লেনো, কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসাইন, কৌশলগত অংশীদার শাহিনুজ্জামান।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments