Home জাতীয় কমনওয়েলথ দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কমনওয়েলথ দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দখিনের সময় ডেস্ক:
কমনওয়েলথ দেশগুলোকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ জুন) সন্ধ্যায় গণভবনে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান লর্ড হুগো জর্জ উইলিয়াম সোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সেসময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথ দেশগুলোকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা জোরদার করা উচিত। একইসঙ্গে কমনওয়েলথের বাইরের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সৌদি আরব, কাতারসহ তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’। এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম আয়োজন করবে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল।সাক্ষাতকালে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করা হলে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে তাকে দেশে ফেরার অনুমতি দেয়ার জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দেয়াসহ কমনওয়েলথ দেশগুলোর ভূমিকার কথা স্মরণ করেন। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এর পরিচালক (অপারেশন) ড্যানিয়েল সিয়ান লেনো, কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসাইন, কৌশলগত অংশীদার শাহিনুজ্জামান।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোয়েন্দা নজদারীতে নতুন ডিসিরা

দখিনের সময় ডেস্ক: এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এদিকে ক্রমশঃ জটিল হচ্ছে...

মহানবীকে নিয়ে কটুক্তি, মুম্বাই অভিমুখে মুসলিমদের যাত্রা

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন...

নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাইডেন-ইউনূসের বৈঠক

দখিনের সময় ডেস্ক: স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও ভালো, কখনও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে...

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

Recent Comments