Home শীর্ষ খবর ভারত ও পাকিস্তানে ভূমিকম্প

ভারত ও পাকিস্তানে ভূমিকম্প

দখিনের সময় ডেস্ক:
পাকিস্তান ও ভারতের কয়েকটি অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আজ মঙ্গলবার(১৩ জুন) বিকেলে। পাকিস্তানের সরকারি সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল কাশ্মীরের পূর্বাঞ্চলে ১০ কিলোমিটার গভীরে।
এদিকে ইউরোপিয়া মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের পাঞ্জাবের পাঠানকোট থেকে ৯৯ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের পর ডন নিউজ টিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের পেশোয়ার, ইসলামাবাদ, লাহোর ও এর আশপাশের শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ভবন থেকে রাস্তায় বের হয়ে আসছেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভরতের রাজধানী নয়াদিল্লি ও দেশটির উত্তরাঞ্চলেও ভূমিকম্পন অনুভূত হয়েছে।
গত মাসে ভারত ও পাকিস্তানে একই সময় ভূমিকম্প হয়েছিল। তখন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তিন শিশু আহত হয়েছিল। এ ছাড়া সেই সময় নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল। আর মার্চে ভূমিকম্পে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছিলেন। সেই সময় ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে এসিআই মোটরস

দখিনের সময় ডেস্ক: এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইয়ামাহা বিভাগ লজিস্টিক অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬...

এত কম দামে আইফোন!

দখিনের সময় ডেস্ক: আইফোন প্রেমীদের জন্য সুখবর। অনেক ছাড়ে আইফোন ১৫ সিরিজ এবার পেয়ে যাবেন ফ্লিপকার্টে। তবে শুধু আইফোনই নয়, ছাড় পাবেন অন্যান্য কোম্পানির মোবাইলেও।...

কাজুবাদাম খেলে ওজন বাড়ে? যা বলছেন পুষ্টিবিদরা

দখিনের সময় ডেস্ক: পোলাও কিংবা পায়েস, কাজুবাদাম দিলেই স্বাদ বেড়ে দ্বিগুণ হয়। কাজুবাদাম খেলে ওজন বাড়ে— অনেকেরই এমন ধারণা রয়েছে। পুষ্টিবিদরা বলছেন, কাজুবাদামে গ্লুকোজ বা...

বরিশালে গোয়েন্দা শাখার অভিযানে ২২ (বাইশ) বোতল ফেন্সিডিলসহ আটক ০১ জন।

দখিনের সময় ডেস্ক: বরিশ‍াল নগরীতে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। এসময় তার কাছ থেকে উদ্ধার করা...

Recent Comments