Home রাজনীতি সংসদ নির্বাচন প্রশ্নে দুই ধারায় জাতীয় পার্টি, আবার মুখোমুখি রওশন-কাদের

সংসদ নির্বাচন প্রশ্নে দুই ধারায় জাতীয় পার্টি, আবার মুখোমুখি রওশন-কাদের

দখিনের সময় ডেস্ক:
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুই ধারায় এগোচ্ছে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটির বড় একটি অংশ দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) সঙ্গে আছেন। আর জিএম কাদের যাদের দল থেকে অব্যাহতি দিয়েছেন কিংবা বহিষ্কার করেছেন- এমন নেতাদের নিয়ে দলের সম্মেলন ও আগামী সংসদ নির্বাচনের পরিকল্পনা করছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকার অভিপ্রায়ে রওশন প্রতিনিয়ত সরকারের গুণকীর্তন করে যাচ্ছেন। তার অনুসারী নেতারাও একই মানসিকতা প্রদর্শন করছেন। তবে জিএম কাদের কঠোর ভাষায় সরকারের সমালোচনা করে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, রওশন শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। আর পরিস্থিতি বুঝে অর্থাৎ যারা ফের ক্ষমতায় যাওয়ার পথে থাকবেন, তাদের সঙ্গেই জোট করবেন জিএম কাদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন, প্রতিটি নির্বাচনের আগে জাতীয় পার্টি সচেতনভাবে কিংবা ‘অদৃশ্য নির্দেশনায়’ দুই ধারায় বিভক্ত থাকে। একেকবার একেক সমস্যা নিয়ে দুই ধারায় বিভক্ত হয় দলটি। বিগত জাতীয় নির্বাচনগুলোর আগে ও পরে এমনটিই দেখা গেছে।
সাম্প্রতিককালে রওশন এরশাদের পাশাপাশি রওশনপন্থি নেতা ও জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাও সরকারের বিভিন্ন সেক্টরের ‘উন্নয়নের ফিরিস্তি’ তুলে ধরে জাতীয় সংসদসহ বিভিন্ন স্থানে বক্তব্য দিচ্ছেন। এ ছাড়া রওশনের অন্যান্য অনুসারীও সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে ‘সমঝোতা’ করে চলছেন। ফলে তারা আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকার পথেই আছেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিয়েই যাচ্ছেন। মহাসচিব ‘ঈষদুষ্ণ’ সমালোচনা করলেও কঠোর ভাষায় সমালোচনা করে যাচ্ছেন দলের চেয়ারম্যান। সম্প্রতি আমেরিকাসহ কয়েকটি দূতাবাসে বৈঠকের পর জিএম কাদের আরও বেশি করে ক্ষমতাসীনদের সমালোচনায় নেমেছেন। বর্তমান সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছেনÑ এমনটিও তিনি বিভিন্ন আলোচনায় দৃঢ়ভাবে তুলে ধরছেন। এ অবস্থায় জিএম কাদেরের নির্বাচনী ভাবনা কী তা এখনো স্পষ্ট না করলেও পরিস্থিতি বুঝে তারা নির্বাচনী জোটে যাবেন বলে দল থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, রওশন শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। আর ‘পরিস্থিতি বুঝে’ অর্থাৎ যারা ফের ক্ষমতায় যাওয়ার পথে থাকবেন, তাদের সঙ্গেই জোট করবেন জিএম কাদের। এমন বাস্তবতায় রওশন ও জিএম কাদেরের দুই ধারার রাজনীতির শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, এ নিয়ে শঙ্কায় রয়েছেন জাতীয় পার্টি, নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments