Home প্রযুক্তি স্ক্র্যাচ বা ক্ষত প্রতিরোধী সেলফোন তৈরি করবে অ্যাপল

স্ক্র্যাচ বা ক্ষত প্রতিরোধী সেলফোন তৈরি করবে অ্যাপল

দখিনের সময় ডেস্ক:
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে হাতে থাকা স্মার্টফোনের ডিজাইনেও পরিবর্তন এসেছে। ওজন কমার পাশাপাশি বিভিন্ন উপাদানের ব্যবহার স্মার্টফোনকে আরো আরামদায়ক ডিভাইস হিসেবে তৈরি করেছে। তবে প্রিমিয়াম অনুভূতি দিলেও ডিভাইসে স্ক্র্যাচ বা দাগ পড়ার হারও বেড়েছে। আইফোনেও এ সমস্যা রয়েছে। তবে শিগগিরই এ সমস্যার সমাধানও করবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। নতুন এক পেটেন্টের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি আইফোনকে আরো মজবুত ও দাগ প্রতিরোধী করতে কাজ করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস স্পেশাল কম্পোসাইটস টাইটেলযুক্ত অ্যাপলের নতুন পেটেন্টে অনুমোদন দিয়েছে। পেটেন্ট আবেদনে আইফোনের কেসিংয়ে সিরামিক ও মেটালের নতুন সংমিশ্রণের বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। যেটি আইফোনে ব্যবহার করা হবে। ফলে ডিভাইসের ব্যাকপার্ট বা কেসিং আরো দাগ প্রতিরোধী হবে ও দীর্ঘসময় ব্যবহার করা যাবে। এছাড়া উপাদানগুলো বিভিন্ন আকারে যুক্ত করা হবে, যাতে আঘাত লাগলেও সেটি বাঁকা হবে না বা ক্ষত চিহ্ন তৈরি হবে না।
ক্ষত প্রতিরোধী উপকরণ ব্যবহার ও যুক্ত করার মাধ্যমে আইফোনকে আরো টেকসইভাবে তৈরি করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। এসব উপাদান সেলফোনের কেসিংকে আরো মজবুত করবে, তবে ব্যবহারে আরামদায়ক অনুভূতির কোনো পরিবর্তন হবে না। এক বাক্যে বলতে গেলে আইফোনের কোনাগুলোকে আরো ক্ষত ও দাগ প্রতিরোধী করে গড়ে তোলা হবে। যাতে হাত থেকে পড়লে ডিভাইসের কোনো অংশ বেঁকে না যায়।
পেটেন্টে বলা হয়, স্মার্টফোন, ওয়াচ, ট্যাবলেট, ল্যাপটপ, নোটবুক, মিউজিক প্লেব্যাক ডিভাইসে এসব উপাদান ব্যবহার করা হবে। তাই ভবিষ্যতে আরো টেকসই ডিভাইস বাজারজাতের ক্ষেত্রে অ্যাপল যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments