Home শীর্ষ খবর ঘুষ নেওয়ার সময় গ্রেফতারকৃত দুদক মহাপরিচালকের পিএ সাময়িক বরখাস্ত  

ঘুষ নেওয়ার সময় গ্রেফতারকৃত দুদক মহাপরিচালকের পিএ সাময়িক বরখাস্ত  

দখিনের সময় ডেস্ক:
ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় গ্রেপ্তার হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারী গৌতম ভট্টাচার্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে দুদক মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী ছিলেন।  আজ রোববার(২৫ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) সঙ্গে মতবিনিময় সভায় সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এ তথ্য জানান।
এর আগে গতকাল মনিবার(২৪ জুন) গৌতম ভট্টাচার্যসহ চার জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর তাদের রিমান্ডের আদেশ দেন।  রিমান্ডে যাওয়া অপর তিন আসামি হলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. এসকেন আলী খান, হাবিবুর রহমান ও পরিতোষ মন্ডল। আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তদন্তকারী কর্মকর্তা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের মধ্যে যদি দুর্নীতিবাজ থেকে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সেই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আর পুলিশ তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমরা তাদের বলেছি এর সঙ্গে আরও কেউ যদি জড়িত থাকে, তাদের চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে।’
গৌতম ভট্টাচার্য ২০১৩ সালে সাঁটলিপিকার-কাম কম্পিউটার অপারেটর পদে দুদকে যোগ দেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার। গত শুক্রবার মতিঝিলের একটি হোটেলে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা আনতে যাওয়ার পর গৌতমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আরও রয়েছেন- হাবিবুর রহমান, পরিতোষ মণ্ডল ও পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল মো. এসকেন আলী খান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মিষ্টির চারটি প্যাকেট, নগদ দেড় লাখ টাকা, চারটি মোবাইল ফোন, দুদকের মনোগ্রাম সম্বলিত খাকি রঙের একটি খাম ও দুদকের একটি নোটিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments