Home চাকরির খবর ফার্মেসি কাউন্সিলে ৯ম–২০তম গ্রেডে চাকরির সুযোগ

ফার্মেসি কাউন্সিলে ৯ম–২০তম গ্রেডে চাকরির সুযোগ

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির স্থায়ী পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
১. পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফার্মেসিতে (বি. ফার্ম) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ‘এ’ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বেতন গ্রেড: ৯
২. পদের নাম: সহকারী নিবন্ধক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফার্মেসিতে (বি. ফার্ম) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ‘এ’ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বেতন গ্রেড: ৯
৩. পদের নাম: সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফার্মেসিতে (বি. ফার্ম) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ‘এ’ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বেতন গ্রেড: ৯
৪. পদের নাম: সহকারী পরিচালক (আইটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে।
বেতন গ্রেড: ৯
৫. পদের নাম: আইটি কর্মকর্তা
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন গ্রেড: ১০
৬. পদের নাম: উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষণ কাজে অন্যূন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন গ্রেড: ১৩
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার কম্পোজের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন গ্রেড: ১৬
৮. পদের নাম: ডেসপাস রাইডার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন গ্রেড: ১৯
৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন গ্রেড: ২০
বয়সসীমা
২০২৩ সালের ১৫ জুন সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটের এই লিংক থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর তা সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। একই ব্যক্তির একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই। একাধিক পদে আবেদন করলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি
‘বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল’ বরাবর আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৫ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৬ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৮ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, রাহাত টাওয়ার (পঞ্চম তলা), ১৪ লিংক রোড, পশ্চিম বাংলামোটর, ঢাকা–১০০০।
আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

Recent Comments