Home শীর্ষ খবর সন্ধান মিলল ৩ লাখ বছরের বেশি পুরনো হাতিয়ার

সন্ধান মিলল ৩ লাখ বছরের বেশি পুরনো হাতিয়ার

দখিনের সময় ডেস্ক:
আমাদের এ পৃথিবী ২৫ লাখ বছর আগে বিশালাকার বরফের পাহাড়ে ঢাকা ছিল। বরফে ঢাকা শীতল এ সময়টিকে বরফ যুগ হিসেবে চিহ্নিত করা হয়। সম্প্রতি পাথরের তৈরি বড় আকৃতির কুড়ালসহ মোট ৮০০টি হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে বরফযুগের বিরল এক জায়গায়। ইংল্যান্ডের কেন্ট এলাকায় প্রতœতাত্ত্বিক খননকাজে এসব হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে। কেন্টের গবেষকেরা বলছেন, বড় আকৃতির এ কুড়ালটি ব্রিটেনে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বৃহদাকারের প্রাগৈতিহাসিক পাথরের হাতিয়ার।
এসব হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মেডওয়ে উপত্যকার উপরে পাহাড়ের ঢালুতে বরফযুগের গভীর পলিস্তর খনন করে। এতে সন্ধান পাওয়া গেছে মোট ৮০০টি হাতিয়ার। ধারণা করা হচ্ছে, এসব হাতিয়ার তিন লাখ বছরের বেশি পুরনো। একটি সিংক হোলে (গভীর গর্ত) এসব হাতিয়ার মাটিচাপা ছিল। এরসঙ্গে প্রাচীন এক নদীর সংযোগও আবিষ্কার করা হয়েছে।
ব্রিটেনের যে জায়গা থেকে এসব হাতিয়ার পাওয়া গেছে, সেই খননস্থলটিকে প্রাগৈতিহাসিক কালের শুরুর দিকের বলে মনে করা হচ্ছে। ওইসময়ে নিয়ান্ডারথাল মানুষ ও তাদের সংস্কৃতির উদ্ভব হতে শুরু করেছিল। এখন থেকে ৩০ বা ৪০ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এ মানব প্রজাতিটি।
ইউসিএল ইনস্টিটিউট অব আর্কিওলজির গবেষক প্রতœতাত্ত্বিক লেটি ইংরে বলেন, আবিষ্কৃত হাতিয়ারগুলোর মধ্যে ১ ফুট লম্বা একটি কুড়ালও রয়েছে, যা ব্যবহার করার মতো নয় বলেই মনে হচ্ছে তার। এ ধরনের হাতিয়ারগুলো ২২ সেন্টিমিটার দীর্ঘ হলেই সেগুলোকে আমরা বৃহদাকারের গোত্রে ফেলি। এ আকারের দুইটি হাতিয়ার আমরা এখান থেকে পেয়েছি। সবচেয়ে বড় হাতিয়ারটি ২৯.৫ সেন্টিমিটার দীর্ঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments